নয়াদিল্লি, ১২ অক্টোবর (হি. স.): হাথরাস গণধর্ষণ কাণ্ড নিয়ে ক্রমাগত কেন্দ্রীয় সরকার ও উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ শানিয়ে চলেছে কংগ্রেস। এই পরিস্থিতিতে নারীদের ওপর হওয়া নির্যাতন রোধ তথা সুরক্ষা নিশ্চিত করার জন্য কড়া পদক্ষেপ নিতে আর্জি জানিয়েছে কংগ্রেস। সমাজের সকল স্তরের মানুষের মধ্যে নারী নিরাপত্তার সচেতন গড়ে তুলতে ‘হ্যাশট্যাগ স্পিক আপ ফর ওম্যান সেফটি’ নামে সামাজিক মাধ্যমে অভিযান চালাচ্ছে কংগ্রেস।
কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে বিগত ছয় বছরের নারীদের ওপর নির্যাতনের ঘটনা বেড়ে গিয়েছে। নারীরা ভয়ের পরিবেশের মধ্যে রয়েছে। তারা ক্রমাগত নিরাপত্তাহীনতায় ভুগে চলেছে। নারীদের ওপর বেড়ে চলা অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। নারীদের ওপর নির্যাতন প্রসঙ্গে অসংবেদনশীল মনোভাব দেখিয়েছে বিজেপি।নিগৃহীতার পরিবারকে ন্যায় বিচার দেওয়ার বদলে দোষীদের বাঁচাতে ব্যস্ত বিজেপি। এমনকি কয়েকজন বিজেপি নেতা নিগৃহীতার চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছে। কংগ্রেস ক্রমাগত এই ঘৃণ্য মানসিকতার বিরুদ্ধে লড়াই করে যাবে। ‘হ্যাশট্যাগ স্পিক আপ ফর ওম্যান সেফটি’ প্রসঙ্গে এক ভিডিও বার্তায় দলের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা জানিয়েছেন, নারী নির্যাতন ক্রমাগত বেড়েই চলেছে। নিগৃহীতাকে ন্যায় দেওয়ার বদলে তার বদনাম করা হচ্ছে। কিন্তু দেশের নারীরা নীরব হয়ে থাকবে না।তারাও প্রতিবাদে সরব হবে। নিজেদের নিরাপত্তার জন্য সরব হবে দেশের নারীরা।