BRAKING NEWS

৪৪টি সেতু দেশকে উৎসর্গ করলেন রাজনাথ, নেচিফু টানেলেরও শিলান্যাস

নয়াদিল্লি, ১২ অক্টোবর (হি.স.): বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও)-এর দ্বারা নির্মিত ৪৪টি সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। একইসঙ্গে উত্তর-পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশের তাওয়াঙ পর্যন্ত নেচিফু টানেলেরও শিলান্যাস করেছেন প্রতিরক্ষা মন্ত্রী। বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও)-এর ভূয়সী প্রসংশা করে রাজনাথ সিং বলেছেন, লকডাউনের সময়েও, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখে নিরন্তর কাজ করে গিয়েছে বর্ডার রোড অর্গানাইজেশন।…প্রতিদিনই বিআরও-র উপলব্ধি ও অর্জন সম্পর্কে শুনছে দেশ। বিআরও কর্মীদের উৎসর্গ, প্রতিশ্রুতি, দূরদর্শীতা এবং ডিজিবিআর-এর দক্ষ নেতৃত্বে সব কিছু সম্ভব হয়েছে।


সোমবার সাতটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও)-এর দ্বারা নির্মিত ৪৪টি সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়াও ভিডিও কনফারেন্সিং মারফত উত্তর-পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশের তাওয়াঙ পর্যন্ত নেচিফু টানেলের শিলান্যাস করেছেন প্রতিরক্ষা মন্ত্রী। এদিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন, বিআরও দ্বারা নির্মিত ৪৪টি সেতুর একসঙ্গে উদ্বোধন এবং অরুণাচল প্রদেশে নেচিফু টানেলের শিলান্যাস উপলক্ষ্যে আপনাদের মাঝে উপস্থিত থাকতে পেরে আনন্দিত বোধ করছি। একসঙ্গে এতগুলি সেতুর উদ্বোধন এবং টানেলের শিলান্যাস এমনিতেই অনেক বড় রেকর্ড। সাতটি রাজ্য তথা কেন্দ্রশাসিত অঞ্চলে তৈরি হওয়া এই সেতুগুলি যোগাযোগ ও উন্নয়নের ক্ষেত্রে নতুন যুগের সূচনা করবে, এমনটাই আমার আশা।


প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, এই সেতুগুলি নির্মাণের ফলে আমাদের পশ্চিমাঞ্চল, উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চলে সামরিক ও বেসামরিক পরিবহন সহজতর হবে। আমাদের সশস্ত্র বাহিনীর জওয়ানরা বড় সংখ্যায় এমন অচল মোতায়েন হন, যেখানে সারা বছর ধরে ট্রান্সপোর্টের সুবিধা মেলে না। এই সেতুগুলির কোনওটা ছোট কোনওটা আবার বড়, কিন্তু আকার দিয়ে গুরুত্ব বোঝা যাবে না। বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও)-এর ভূয়সী প্রসংশা করে রাজনাথ সিং বলেছেন, লকডাউনের সময়েও, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখে নিরন্তর কাজ করে গিয়েছে বর্ডার রোড অর্গানাইজেশন।…প্রতিদিনই বিআরও-র উপলব্ধি ও অর্জন সম্পর্কে শুনছে দেশ। বিআরও কর্মীদের উৎসর্গ, প্রতিশ্রুতি, দূরদর্শীতা এবং ডিজিবিআর-এর দক্ষ নেতৃত্বে সব কিছু সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *