নয়াদিল্লি, ১২ অক্টোবর (হি.স.): যেমনটা ভেবে নেওয়া হয়েছিল, ঠিক তেমনটাই হল। কংগ্রেস ছেড়ে বিজেপিতেই যোগ দিলেন তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী খুশবু সুন্দর। সোমবার সকালে কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেছিলেন খুশবু, দুপুরেই দিল্লিতে বিজেপি সদর দফতরে হাজির হয়ে আনুষ্ঠানিক ভাবে পদ্মশিবিরে শামিল হলেন এআইসিসি-র অন্যতম মুখপাত্র খুশবু। এ দিন সকালে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখে খুশবু দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। চিঠিতে তিনি লেখেন, ‘দলের উঁচু পদে এমন লোকেরা বসে রয়েছেন যাঁদের সঙ্গে বাস্তব পরিস্থিতি বা মানুষের কোনও যোগাযোগ নেই। আর যাঁরা দলের জন্য সত্যিই কাজ করছেন, তাঁদের দাবিয়ে রাখা হচ্ছে’।
এরপরই জল্পনা চলছিল, বিজেপিতে যোগ দিতে পারেন তামিল অভিনেত্রী খুশবু সুন্দর। দুপুরেই সেই জল্পনা সত্যি হল। সোমবার দুপুরে দিল্লিতে বিজেপির সদর দফতরে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র, তামিলনাড়ু বিজেপির সভাপতি এল মুরুগান এবং বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সি টি রবির উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন খুশবু সুন্দর। আগামী বছর তামিলনাড়ুতে বিধানসভা ভোট। তার আগে খুশবুর দলত্যাগ কংগ্রেসকে বিপাকে ফেলবে বলেই মনে করছেন রাজনীতির কারবারিদের একাংশ। শুধু তামিলনাড়ু নয়, দক্ষিণ ভারতের অন্য রাজ্যগুলিতেও এই তামিল অভিনেত্রীর জনপ্রিয়তা রয়েছে।
অভিনয় ও রাজনীতির পাশাপাশি তামিল নাগরিক আন্দোলনেও বিভিন্ন সময়ে জড়িত ছিলেন খুশবু। অতীতে তামিল জনসমাজে ‘বিবাহপূর্ব যৌনতা’ নিয়ে তাঁর মন্তব্য বিতর্কের ঝড় তুলেছিল। ২০১০ সালে ডিএমকে-তে যোগ দিয়ে খুশবুর রাজনৈতিক যাত্রার সূচনা। ২০১৪-র নভেম্বরে তিনি কংগ্রেস যোগ দেন। এর কিছুদিন পরেই এআইসিসির মুখপাত্র পদ পান তিনি। খুশবু সুন্দর ছাড়াও এদিন তামিলনাড়ু থেকে বিজেপিতে যোগ দিয়েছেন মদন রবীচন্দ্রন এবং সারাভানান কুমারণ।