লখনউ, ১২ অক্টোবর (হি.স.): গভীর রাতে আগুন-আতঙ্ক উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ে। রবিবার গভীর রাতে লখনউয়ের আইশবাগ এলাকায় ধোবি ঘাটে ভয়াবহ আগুন লাগে। রাত ১.৩০ মিনিট নাগাদ ধোবি ঘাটে আগুন লাগে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার ১৫ মিনিটের মধ্যেই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। ওই এলাকায় ৫০-৬০টি ঝুপড়ি থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়, কিন্তু দমকল কর্মীদের তৎপরতায় সোমবার ভোররাত ২.৪৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই।
দমকল অফিসার বিজয় কুমার সিং জানিয়েছেন, রাত ১.৩০ মিনিট নাগাদ ধোবি ঘাটে আগুন লাগার, ১৫ মিনিটের মধ্যেই আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই। ওই এলাকায় ৫০-৬০টি ঝুপড়ি রয়েছে। হতাহতের কোনও খবর নেই। ভোররাত ২.৪৫ মিনিটের মধ্যেই আগুন নেভানো সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণেই আগুনের সূত্রপাত।