BRAKING NEWS

শিক্ষা এবং সেবা ক্ষেত্রে নিরন্তন কাজ করে চলেছে আরএসএস : মোহন ভাগবত

অমরাবতী, ১১ অক্টোবর (হি. স.): দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখা এবং কর্মপরিধি বিস্তারের পক্ষে সওয়াল করলেন সরসঙ্ঘচালক ডা: মোহন ভাগবত।শনিবার মঙ্গলগিরি মন্ডলের দুইদিনের আয়োজিত মন্ডল প্রচার বৈঠকে নুটাকি বিজ্ঞান বিহার স্কুলে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানিয়েছেন, সংঘ নিরন্তন শিক্ষা এবং সেবা সহ পঞ্চাশটি ক্ষেত্রে  কাজ করে চলেছে।


রাজ্যে হিন্দু মন্দিরের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এদিন সরসঙ্ঘচালক রত্ন সেবা অ্যাপের আনুষ্ঠানিক সূচনা করেন। এই অ্যাপটি সেবা ভারতীর দ্বারা বিকশিত করা হয়েছে। এই উপলক্ষে সেবা ভারতীর সচিব কাকনি পৃথ্বীরাজ জানিয়েছেন, করোনা মহামারী সংকটের পরিস্থিতিতে এই এক অনেক কার্যকর ভূমিকা পালন করবে।করোনা রোগীদেরকেও এই অ্যাপ সহায়তা করবে। এমনকি কি এই  প্লাসমা দান করা যায় সেই বিষয়ে সাহায্য করবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *