ঢাকা, ১১ অক্টোবর (হি. স.): বাংলাদেশে করোনা প্রাণ কাড়ল আরও ২৪ জনের । এ নিয়ে বাংলাদেশে মোট ৫ হাজার ৫২৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। রবিবার বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এমনই তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী বাংলাদেশে নতুন করে ১ হাজার ১৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বাংলাদেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ লাখ ৭৮ হাজার ২৬৬ জন। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৯৫ জন রোগী । ফলে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৯২ হাজার ৮৬০ জন। এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ১৯৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে উল্লেখ্য করা হয়েছে ।