নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি. স.): দেশবাসীকে করোনা মহামারীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার নিজের টুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, করোনার বিরুদ্ধে ভারতের শক্তিশালী প্রতিরোধ সম্ভব হয়েছে করোনা যোদ্ধাদের জন্য। ভাইরাস থেকে দেশবাসীকে রক্ষা করতে সংগ্রামের এই ধারা চলতে থাকবে।ভারতে করোনার বিরুদ্ধে লড়াই হচ্ছে জনগণ কেন্দ্রিক।দেশবাসীর সম্মিলিত অবদানের জন্যই বহু জীবনকে রক্ষা করা গিয়েছে। এদিকে টুইট বার্তায় প্রধানমন্ত্রী দেশবাসীকে মাস্ক পরা, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব তথা দুই গজের দূরত্ব বজায় রাখার আহ্বান করেছেন। দেশবাসীর সম্মিলিত প্রচেষ্টায় করোনার বিরুদ্ধে যুদ্ধ জয় যে সম্ভব সেটাই এদিন মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।
উল্লেখ করা যেতে পারে এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রকে তরফ থেকে টুইট বার্তায় জানিয়ে দেওয়া হয়েছে যে আগের তুলনায় করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়েছে। মে মাসে যেখানে করোনা সুস্থ হচ্ছিল ৫০ হাজার মানুষ সেটা বর্তমানে অর্থাৎ অক্টোবরে বেড়ে ৫৭ লাখ ছাড়িয়ে গিয়েছে।প্রত্যেকদিন গোটা দেশজুড়ে ৭৫ হাজার মানুষ করোনা থেকে সুস্থ হয়ে উঠছে।সক্রিয় আক্রান্তের তুলনায় সুস্থ হয়ে ওঠার হার ৬.৩ শতাংশ বেশি।