মুম্বই, ৫ অক্টোবর (হি. স.): মুম্বই পুলিশ কমিশনার পরমবীর সিং জানিয়েছেন, সুশান্ত সিং রাজপুত মৃত্যুরহস্য উদঘাটন প্রসঙ্গে পুলিশের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করলে সংশ্লিষ্ট সেই ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।এই লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে মুম্বইয়ের সাইবের সেল।
সোমবার সাংবাদিক সম্মেলনে পরমবীর সিং জানিয়েছেন, ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়েছিল।প্রয়াত অভিনেতার পিতা এবং বোন পুলিশের কাছে ১৬ জুন বয়ান দিয়েছিল।নিজেদের সেই বয়ানে পরিবারের সদস্যরা আত্মহত্যার অভিযোগ করেছিল।এরপর তদন্ত প্রক্রিয়া যোগদানের জন্য পরিবারের সদস্যদের আহ্বান জানানো হয়েছিল পুলিশের তরফ থেকে।কিন্তু হঠাৎ করে পরিবারের সদস্যরা বিহারে অভিযোগ দায়ের করে বসে।সেই অভিযোগেও তারা আত্মহত্যার কথা বলেছিল। এমনকি মুম্বই পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। সিবিআই তদন্তের নামে এইমসের চিকিৎসকদের একটি দল গঠন করেছিল। আত্মহত্যা নয় খুন তা খতিয়ে দেখার দায়িত্ব ছিল এইমসের ওই চিকিৎসক দল।
সংবাদমাধ্যমে রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে আত্মহত্যা করেছিল সুশান্ত সিং রাজপুত।কুপার হাসপাতালে রিপোর্টও তারা সঠিকভাবে আখ্যা দিয়েছিল। এর থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে যে মুম্বই পুলিশের ভাবমূর্তি নষ্ট করার জন্য চক্রান্ত চালানো হচ্ছে।ব্যবহার করা হচ্ছে সামাজিক মাধ্যমকে।মুম্বাই পুলিশের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে মামলা হাইকোর্টে চলছে।৮ অক্টোবর এর শুনানি হবে।