BRAKING NEWS

বায়ু দূষণের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা কেজরিওয়ালের

নয়াদিল্লি, ৫ অক্টোবর (হি. স.): বায়ু দূষণের বিরুদ্ধে অভিযান শুরু করল দিল্লি সরকার। ‘যুদ্ধ দূষণের বিরুদ্ধে’ শীর্ষক অভিযানের ঘোষণা করেছে প্রশাসন। বায়ু দূষণ রোধ করতে সাধারন নাগরিকদের এগিয়ে আসতে বলেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।


সোমবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, বায়ু দূষণ রোধ করার লক্ষ্যে দিল্লিতে বিপুল পরিমাণে অ্যান্টি স্মগ গান বসানো হবে।যুদ্ধকালীন তৎপরতায় গোটা দিল্লি জুড়ে অভিযান চালান হবে।দিল্লি সরকারের সমস্ত বিভাগকে এতে যুক্ত করা হয়েছে।এই অভিযান চলাকালীন কৃষকদের ক্ষেতে বায়ো ডিকম্পোজার ঘোল ছড়ানো হবে। এতে করে খর নিজে থেকেই গলে নষ্ট হয়ে যাবে। ফলে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর পরিস্থিতি তৈরি হবে না। রাস্তার ওপর অযথা যাদের ধুলো না ওরে তার জন্য মেকানিক্যাল সাফাই করা হবে। রাস্তার ওপর যে গর্ত তৈরি হয়েছে সেগুলো মেরামতি করা হবে। চলতি মাসের মধ্যেই গ্রীন দিল্লি অ্যাপ লঞ্চ করা হবে। এই অ্যাপের মাধ্যমে যে কেউ দূষণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারে। কারখানাগুলিকে পিএনজে তেল ব্যবহার করতে বলা হয়েছে।কেজরিওয়াল আরও দাবি করেছেন ২০১৪ থেকে ২০১৯ সালের মধ্যে দিল্লিতে দূষণের মাত্রা কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *