পাটনা, ৫ অক্টোবর (হি.স.): বিহারের পূর্ণিয়া জেলায় দলিত নেতা, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর প্রাক্তন রাজ্য সচিব শক্তি মালিক খুনের ঘটনায় এফআইআর দায়ের হয়েছে লালুপ্রসাদ যাদবের দুই ছেলের বিরুদ্ধে। লালু-পুত্র তেজস্বী যাদব এবং তেজপ্রতাপ যাদব ছাড়াও অনিল সাধু, কালো পাসওয়ান, সুনীতা দেবী এবং মনোজ পাসওয়ানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আরজেডি-র প্রাক্তন রাজ্য সচিব শক্তি মালিকের স্ত্রীর অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করেছে পুলিশ। রবিবার পূর্ণিয়া জেলায় নিজ বাসভবনেই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে খুন হন শক্তি মালিক। শক্তি মালিকের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তেজস্বী যাদব, তেজপ্রতাপ যাদব, অনিল সাধু, কালো পাসওয়ান, সুনীতা দেবী এবং মনোজ পাসওয়ানের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
শক্তি মালিকের খুন প্রসঙ্গে সোমবার পূর্ণিয়ার পুলিশ সুপার বিশাল শর্মা জানিয়েছেন, তদন্তের পর জানা গিয়েছে কালো পাসওয়ানের সঙ্গে রাজনৈতিক বিবাদ ছিল শক্তি মালিকের। মৃতের পরিজনরা জানিয়েছেন, প্রায় এক মাস আগে রাইগঞ্জেও শক্তিকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। আলোচনার মাধ্যমে সেই বিবাদ মিটিয়ে ফেলা হয়। জানা যাচ্ছে, রাইগঞ্জ থেকে শক্তি এবং কালো দু’জনই ভোট লড়তে চেয়েছিল। এসপি জানিয়েছেন, প্রমাণ মিললেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তেজস্বী যাদব, তেজপ্রতাপ যাদব, অনিল সাধু, কালো পাসওয়ান, সুনীতা দেবী এবং মনোজ পাসওয়ানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এসপি-র কথায়, পরিবারের সঙ্গে কথা বলে জানা গিয়েছে ১১.৯.২০২০ তারিখে আরজেডি থেকে বহিষ্কার করা হয়েছিল শক্তি মালিককে, তাঁর বিরুদ্ধে বহু অভিযোগও আনা হয়েছিল।