নিউইয়র্ক, ৫ অক্টোবর (হি.স.): সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রে এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে প্রায় তিন লক্ষ স্কুল পড়ুয়া । সোমবার একটি প্রতিবেদনে এমনটাই দাবি করেছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) । ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে গত ছয়মাসে সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রে ২,৭৭,২৮৫ জন স্কুল পড়ুয়া করোনায় আক্রান্ত হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মোট আক্রান্তের চার শতাংশ স্কুল পড়ুয়া । আর এদের মধ্যে যাদের বয়স ৫ থেকে ১১ তাদের তুলনায় ১২ থেকে ১৭ বছর বয়সীরা দ্বিগুণ হারে আক্রান্ত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, বসন্তকালে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে এবং গ্রীষ্মকালে তা কমে যায়। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রকাশিত প্রতিবেদনের তথ্য বিবরণীতে দেখা যায়, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২,৭৭,২৮৫ জন স্কুল পড়ুয়া করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৩,২৪০ জনকে। ৪০৪ জনকে রাখতে হয়েছিল আইসিইউতে। এছাড়া ৫১ স্কুলশিক্ষার্থী করোনায় মারা গেছে। শিশুদের মধ্যে যাদের ফুসফুসে সমস্যা এবং হাঁপানি ছিল তাদের অবস্থাই বেশি গুরুতর হয়েছে বলে জানিয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।