নিউইয়র্ক, ৪ অক্টোবর (হি.স.): করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য আগামী ৪৮ ঘণ্টা খুবই ‘বিপজ্জনক’ বলে মনে করছেন তাঁর চিকিৎসকরা। চিকিৎসকরা জানান, ট্রাম্পকে সাত রকমের ওষুধ দেওয়া হচ্ছে। হাসপাতাল থেকেই প্রশাসনিক কাজ সারছেন তিনি। তাঁর জ্বর নেই। অক্সিজেন সাপোর্টও খুলে দেওয়া হয়েছে। তবে তিনি এখনও ঝুঁকিমুক্ত নন।
মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে শুক্রবার থেকে চিকিৎসাধীন ট্রাম্প। শনিবার হাসপাতাল থেকেই এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ‘আগের চেয়ে ভালো আছি, শিগগিরই ফিরব। তবে মনে হচ্ছে আসল পরীক্ষা সামনে।’ তিনি জানান, ফার্স্ট লেডি মেলানিয়াও আগের চেয়ে সুস্থ বোধ করছেন। তিনি হোয়াইট হাউসে আছেন।
হাসপাতাল থেকে নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে শারীরিক অবস্থার কথা নিজেই জানান ট্রাম্প। সেই ভিডিওতে ওয়াল্টার রিডের মেডিক্যাল টিমকেও ধন্যবাদ জানান। বলেন, “আমাকে দ্রুত সুস্থ করে তুলতে তাঁরা চেষ্টার কোনও খামতি রাখছেন না।” দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছা জানানোয় মার্কিন নাগরিকদেরও তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ভিডিওতে তিনি আরও জানান, তাড়াতাড়ি ফিরে এসে নির্বাচনী প্রচার শুরু করবেন। কিন্তু, তাঁর ‘আসল পরীক্ষা’ সামনে। তাঁর কথায়, “আমি সুস্থ বোধ করছি।সামনের কয়েকটা দিনে কী ঘটে, আমরা দেখতে পাব। এটাই হল আসল পরীক্ষা।” ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি হাসপাতালের চিকিত্সকদের অভিমত, বর্তমানে ডোনাল্ড ট্রাম্প ভালোই আছেন। তবে, আগামী ৪৮ ঘণ্টা তাঁর জন্য ‘ক্রিটিকাল’।