লখনউ, ২ অক্টোবর (হি.স.): হাথরাস ঘিরে ক্রমেই উত্তপ্ত হচ্ছে জাতীয় রাজনীতি। কংগ্রেসের পর এবার হাথরাস যাওয়ার পথে তৃণমূলকেও আটকে দিল পুলিশ। হাথরাসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে এদিন যাচ্ছিল তৃণমূলের প্রতিনিধি দল, কিন্তু হাথরাস সীমাতেই তৃণমূলের প্রতিনিধি দলকে আটকে দেয় উত্তর প্রদেশ পুলিশ। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। কাকলি ঘোষ দস্তিদার জানান, ‘তাঁকে (ডেরেক) ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়েছে, সম্ভবত আহত হয়েছেন। তাঁরা কীভাবে এমনটা করতে পারেন?’
এদিন হাথরাসে নির্যাতিতার গ্রামে যাওয়ার চেষ্টা করে তৃণমূল সাংসদদের একটি প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। ডেরেক ছাড়াও ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল ও মমতা ঠাকুর (প্রাক্তন সাংসদ)।’ কিন্তু তাঁদের গ্রামে ঢোকার ১ কিলোমিটার আগেই তাঁদের আটকে দিয়েছে পুলিশ। মমতা ঠাকুর জানিয়েছেন, ‘নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম আমরা। কিন্তু, পুলিশ আমাদের অনুমতি দেয়নি। আমাদের সাংসদ প্রতিমা মণ্ডলের উপর লাঠিচার্জ করা হয়েছে, মহিলা পুলিশরা ব্লাউজ ধরেও টেনেছে। প্রতিমা মণ্ডল পড়ে যান। এটা অত্যন্ত লজ্জাজনক।’

