BRAKING NEWS

মেঘালয়ে কনরাডের মন্ত্রিসভা থেকে ছাঁটাই দুই মন্ত্রী, আজ শপথ নেবেন নতুন দুজন

শিলং, ১ অক্টোবর (হি.স.) : মেঘালয় মন্ত্রিসভা থেকে ছাটাই করা হয়েছে দুই মন্ত্রীকে। মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সিদ্ধান্তে তাঁদের বাদ দেওয়া হয়েছে। যাঁদের ছাঁটাই করা হয়েছে তাঁদের একজন তাঁর নিজের দল ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এবং অন্যজন হিল স্টেট পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (এইচএসপিডিপি)-র সদস্য।

মেঘালয় সরকারের আড়াই বছর পূর্তির অল্পদিনের মধ্যেই এনপিপি-র কমিনগন ইমবোন এবং এইচএসপিডিপি-র সামলিন মালঞ্জিয়াং মন্ত্রিত্ব হারায়িছেন। গত ৬ সেপ্টেম্বর এনডিএ-ভুক্ত মেঘালয় ডেমোক্র্যাটিক এলায়েন্স (এমডিএ) সরকার আড়াই বছর পূর্ণ করেছে।

মূলত, জোটের অন্য বিধায়কদের মন্ত্রিত্বের সুযোগ দেওয়ার জন্যই মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন। সূত্রের খবর, ইমবোন-এর জায়গায় এনপিপি-র প্রথমবারের বিধায়ক দাশাখিয়াত লামারে এবং এইচএসপিডিপি-র বিধায়ক রেনিকটন লিংডো তংখার সামলিন মালঞ্জিয়াঙের জায়গায় মন্ত্রী হচ্ছেন। আজ সন্ধ্যায় ওই দুই বিধায়ক নতুন মন্ত্রী হিসেবে শপথ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *