নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স.): এবার আক্রান্ত হলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির রাজনৈতিক সচিব আহমেদ পটেল। আপাতত চিকিৎসকদের পরামর্শে তিনি হোম আইসোলেশনে রয়েছেন। দলের বর্ষীয়ান নেতার করোনায় আক্রান্ত হওয়ার খবরে কংগ্রেস নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।
বৃহস্পতিবার বিকেলে টুইট করেই নিজেই করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। টুইটে তিনি লিখেছেন, ‘আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আমার সংস্পর্শে যারা এসেছেন, তাদের কাছে অনুরোধ, নিজেদের সেলফে আইসোলেশনে রাখুন।’ তবে করোনার রিপোর্ট পজিটিভ হলেও শারীরিকভাবে যথেষ্টই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য।
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পরেই একের পর এক রাজনৈতিক দলের নেতা-সাংসদ ও বিধায়করা আক্রান্ত হচ্ছেন। বেশ কয়েকজন ইতিমধ্যেই মারণ ভাইরাসের ছোবলে প্রাণও হারিয়েছেন। আহমেদ পটেলের আগে অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ও কংগ্রেসের অন্যতম মুখপাত্র অভিষেক মণু সিঙ্ঘভিও আক্রান্ত হয়েছিলেন। এবার দলের বর্ষীয়ান নেতা আহমেদ পটেলের করোনায় আক্রান্ত হওয়ার খবরে কংগ্রেস নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।