রাজধানী আগরতলায় চোরের দৌরাত্ম্য, থানার নাকের ডগায় চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্ঢেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরের মঠ চৌমুহনী থেকে গত ২১ এ সেপ্ঢেম্বর চুরি যাওয়া একটি সুকটি উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ৷ এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছিল৷ মহারাজগঞ্জ বাজার আউটপোস্ট এর পুলিশ বাইপাস রোড এলাকায় তল্লাশি চালানোর সময় গতকাল রাতে সুকটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে৷ উদ্ধার করা সুকটি সুকটি এর মালিকের হাতে তুলে দিয়েছে মহারাজগঞ্জ বাজার আউট পোস্টের পুলিশ৷


এ ব্যাপারে জানতে চাওয়া হলে মহারাজগঞ্জ বাজার আউটপোস্ট এর ওসি মঙ্গেশ পারি জানান তাদের কাছে সুনির্দিষ্ট খবর ছিল বাইপাস রোড এলাকা থেকে পরিত্যাক্ত স্থানে একটি সুকটি পড়ে রয়েছে৷ সেই খবরের ভিত্তিতে তল্লাশি চালাতে গিয়ে সেখান থেকে সুকটি উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ৷ সুকটি টি উদ্ধার করা সম্ভব হলেও এই ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ৷ উদ্ধার করা সুকটি টি সুকটির মালিক রাজীব দাসের হাতে তুলে দেওয়া হয়েছে৷ সুকটি টি ফিরে পাওয়ায় সন্তোষ ব্যক্ত করেছেন সুকটির মালিক রাজীব দাস সহ স্থানীয় জনগণ৷ পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন তারা৷


আইজিএম হাসপাতাল চত্বর থেকে সন্ধা রাতে একটি বাইক চুরি হয়ে গেছে৷ জানা যায় আইজিএম হাসপাতাল চত্বরে বাইকটির রেখে বাইকের মালিক প্রসূতি বিভাগের রোগীকে খাবার দিতে গিয়েছিলেন৷ খাবার দিয়ে কিছুক্ষণের মধ্যেই তিনি ফিরে এসে লক্ষ্য করেন তার বাইকটি সেখানে নেই৷ সঙ্গে সঙ্গে বিষয়টি তিনি বেসরকারি নিরাপত্তাকর্মীদের জানান৷ কিন্তু তারা এ বিষয়ে কিছুই জানাতে পারেনি৷ আইসিএম হাসপাতালে সিসি ক্যামেরা দেখে বাইকটি কোন দিকে নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে তথ্য দেওয়ার কথা বলা হলে বেসরকারি নিরাপত্তাকর্মীরা জানায় সিসি ক্যামেরা নাকি বিকল হয়ে রয়েছে৷ বিষয়টি আগরতলা পশ্চিম থানার পুলিশকে জানানো হয়৷ পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করেছে৷ তবে চুরি যাওয়া বাইক উদ্ধারের কোনো সংবাদ নেই৷ পার্কের মালিক জানান রাজধানী আগরতলা শহরের প্রায় সবকটি রাস্তাতেই সিসি ক্যামেরা লাগানো হয়েছে৷আইজিএম হাসপাতালে নিরাপত্তা বলয় থেকে বাইকটি চুরি করে নিয়ে যাওয়ার পথে কোন দিক দিয়ে বাইকটি নিয়ে গেছে তা সিসি ক্যামেরায় ধরা পড়ার কথা৷ এই সূত্র ধরে অতি সহজেই পুলিশ উদ্ধার করতে সক্ষম হবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি৷

রাজধানী আগরতলা শহরে পশ্চিম থানার নাকের ডগায় পোস্ট অফিস চৌমুহনীতে একটি দোকানে গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ দোকানের দরজা ভেঙ্গে চুরে দল ভিতরে ঢুকে প্রচুর জিনিসপত্র হাতিয়ে নিয়ে গেছে৷ শুক্রবার সকালে দোকানের মালিক দোকান খুলতে এসে এই ঘটনা প্রত্যক্ষ করেন৷ সঙ্গে সঙ্গে বিষয়টি তিনি পশ্চিম থানার পুলিশকে জানান৷ খবর পেয়ে পুলিশ এসে ঘটনা তদন্ত করেছে৷ উল্লেখ্য গত এক মাস আগেও একই দোকানে চুরির ঘটনা ঘটেছিল৷ এক মাসের মধ্যে একেই দোকানে দুবার চুরির ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷পুলিশ এ ব্যাপারে মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করল চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার কিংবা চোরকে পাকড়াও করতে সক্ষম হয়নি৷পরপর এসব চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷রাজধানী আগরতলা শহরের নিরাপত্তা বলয় এলাকায় এ ধরনের চুরির ঘটনার পর পুলিশ এর অস্তিত্ব নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ণ তুলতে শুরু করেছেন৷ আগরতলা শহর এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল নিয়ে বিভিন্ন মহল থেকে নানা প্রশ্ণ তুলেছেন৷ রাত্রিকালীন পরিচিত হলে গাফিলতির কারণেই এ ধরনের চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ৷রাত্রিকালীন আগরতলা শহর এলাকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় জনগণ এবং ব্যবসায়ীরা৷