ওয়াশিংটন, ২৪ সেপ্টেম্বর (হি.স) : নতুন করে কিউবার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, কমিউনিস্ট নির্যাতনের বিরুদ্ধে তাঁদের অব্যাহত লড়াইয়ের অংশ হিসেবে তিনি ঘোষণা করছেন, অর্থ মন্ত্রণালয় মার্কিন ভ্রমণকারীদের উপর নিষেধাজ্ঞা জারি করবে যেন তারা কিউবায় কোনো সরকারি স্থাপনায় অবস্থা না করেন।
প্রেসিডেন্ট ট্রাম্প কিউবার উপরে এই নিষেধাজ্ঞা আরোপ করেছেন যে কারণে তা হচ্ছে দেশটি থেকে যাতে মার্কিন নাগরিকরা সিগারেট এবং মদ আমদানি করতে না পারে। ট্রাম্প সেকথা স্পষ্ট করেই জানিয়েছেন। তিনি সাফ বলেছেন, “আমি আমাদের ব্যবসায়ীদের প্রতি আহবান জানাবো যে, কিউবা থেকে যেন তারা সিগারেট এবং মদ আমদানি না করেন।”ট্রাম্প দাবি করেছেন, তাঁর এই পদক্ষেপের ফলে কিউবার কমিউনিস্ট সরকারের সঙ্গে অসহযোগিতা করা হবে এবং মার্কিন ডলার সরাসরি কিউবার সাধারণ জনগণের পকেটে যাবে।

