কাঞ্চনপুর মহকুমা শাসক করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্ঢেম্বর৷৷ করোনা আক্রান্ত হলেন কাঞ্চনপুর মহকুমা শাসক চাঁদনী চন্দ৷ আজ কোভিড-১৯ রিপোর্ট পসিটিভ এসেছে৷ তিনি সম্প্রতি তাঁর সংস্পর্শে যারা ছিলেন তাঁদের সতর্কতা অবলম্বন করতে বলেছেন৷ বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছেন৷


ত্রিপুরায় করোনা আক্রান্ত-র সংখ্যা প্রতিদিন বাড়ছে৷ এখন পর্যন্ত ২৩,৩৩৫ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ ২৫০ জনের মৃত্যু হয়েছে৷ ৬৫৯৯ জন করোনা আক্রান্ত বর্তমানে সক্রিয় রয়েছেন৷
ত্রিপুরায় বহু চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী, পদস্থ আধিকারিক করোনা আক্রান্ত হয়েছেন৷ বাদ যাননি পুলিশও৷

ত্রিপুরা পুলিশের ভারপ্রাপ্ত ডিজি করোনা আক্রান্ত হয়েছিলেন৷ জেলা শাসক, পুলিশ সুপার করোনা আক্রান্ত হয়েছেন৷ এখন কাঞ্চনপুর মহকুমা শাসক করোনা-যা আক্রান্ত হলেন৷তিনি ফেইসবুক-এ করোনা আক্রান্তের খবর জানিয়েছেন৷ সাথে তাঁর সংস্পর্শে থাকা সকলকে সতর্ক করেছেন৷