নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (হি. স.): দেশের গুরুত্বপূর্ণ তথ্য চিনের হাতে তুলে দেওয়ার অভিযোগে অভিযুক্ত সাংবাদিক রাজীব শর্মাকে সাতদিন পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দিল দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট।১৪ সেপ্টেম্বর অফিশিয়াল সেক্রেটস অ্যাক্টের আওতায় গ্রেফতার করা হয় ওই সাংবাদিককে।পাটিয়ালা হাউস কোর্টের কাছে নিজের জামিনের আর্জি জানান রাজীব শর্মা।সেই আর্জিতে তিনি দাবি করেছিলেন যে তাকে মিথ্যে ভাবে ফাঁসানো হয়েছে। তিনি কোনো ধরনের অপরাধের সঙ্গে যুক্ত নন। ১৪ সেপ্টেম্বর দিল্লি জনকপুরী থেকে গ্রেফতার করা হয় রাজীব শর্মাকে।
দিল্লি পুলিশের স্পেশাল সেলের আধিকারিকেরা তাকে গ্রেফতার করেছিল। পুলিশের তরফ থেকে জানা গিয়েছে অভিযুক্ত এই সাংবাদিকের কাছ থেকে প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্যের ফাইল পাওয়া গিয়েছে। রাজীব শর্মা সপক্ষে সওয়াল করতে ওটা আইনজীবী আদেশ সি আগারওয়াল জানিয়েছেন, রাজীব শর্মা বিরুদ্ধে কোনো অকাট্য প্রমাণ পাওয়া যায়নি। সমাজের প্রতি বরাবর দায়বদ্ধতা দেখি এসেছেন তিনি। তার স্ত্রী একজন অধ্যাপিকা। ফলে তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কিছু নেই পুলিশের। তার রক্তচাপের সমস্যা রয়েছে এবং করোনা থেকেও ভয় রয়েছে। ফলে তার জামিন মঞ্জুর করুক আদালত। যদিও সেই আর্জি খারিজ করে দিয়েছে আদালত।তদন্তকারী আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে রাজীব শর্মা ছাড়াও এক চিনা মহিলা ও এক নেপালি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ভুয়া কোম্পানির নামের রাজিবের একাউন্টে টাকা পাঠাত ওই মহিলা।