নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি. স.): পূর্ব লাদাখে চিনা আগ্রাসন রুখতে ক্রমাগত সাফল্যের সঙ্গে প্রতিরোধ গড়ে তুলছে ভারতীয় সেনাবাহিনী। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে বিগত তিন সপ্তাহে ছয়টি গুরুত্বপূর্ণ পর্বত শৃঙ্গ নিজেদের দখলে করেছে ভারত। ২৯ আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে চিনকে টেক্কা দিয়ে এই গুরুত্বপূর্ণ শৃঙ্গগুলি নিজেদের দখলে নিয়েছে ভারত। যেসব শৃঙ্গ নিজেদের দখলে নিয়েছে ভারত তার মধ্যে রয়েছে মাগার হিল, গুরুং হিল, রেচেন লা, রেজাংলা, মখপারি। এ ছাড়াও এর আগে প্যাংগং ঝিল ফিঙ্গার ফোর এর গুরুত্বপূর্ণ শৃঙ্গ নিজেদের দখলে নিয়েছে ভারত।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এতে করে কৌশলগত দিক থেকে চিনের তুলনায় এগিয়ে গেল ভারত। চিনের যে কোন হামলা প্রতিহত করতে পারবে ভারতীয় সেনাবাহিনী। চিন এই শৃঙ্গগুলি দখল করতে তৎপর ছিল সেটাও জানা গিয়েছে। যেসব শৃঙ্গ ভারতীয় সেনাবাহিনী দখল করেছে তা ভারতীয় সীমান্তের মধ্যে পড়ছে।
উল্লেখ করা যেতে পারে কোর কমান্ডার পর্যায়ের একাধিক বৈঠক হবার সত্বেও এখনও পর্যন্ত নিজেদের অভ্যাস পরিবর্তন করেনি চিন। ফলে সমস্যা দেখা দিয়েছে সেখানে। চিনের যে কোনও হামলা রুখে দিতে তৎপর ভারতীয় সেনাবাহিনী। মোতায়েন করা হয়েছে বায়ুসেনা। শীতকালেও এই সংঘাত জারি থাকবে বলে মনে করা হচ্ছে। সেই জন্য শীতকালের যাবতীয় রসদ এখন থেকেই মজুদ করা হচ্ছে।
2020-09-20