নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ শান্তিরবাজার/ উদয়পুর, ১৮ সেপ্ঢেম্বর৷৷ দিন যত গড়াচ্ছে করোনা ভাইরাস সংক্রমণের প্রকোপ তথ্যই ভয়াবহ আকার ধারণ করতে শুরু করেছে৷ সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরিধান করার ক্ষেত্রে মানুষের মধ্যে উদাসীনতা দিনের পর দিন বাড়ছে৷ করুণা ভাইরাস মোকাবেলার জন্য এখনো পর্যন্ত ভ্যাকসিন আবিষৃকত হয়নি৷
সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক ব্যবহার করায় করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হিসেবে বিবেচিত হচ্ছে৷রাজ্য সরকার এবং প্রশাসনের তরফ থেকে রাজ্যের সর্বস্তরের জনগণের কাছে অনুরোধ জানানো হয়েছে প্রত্যেকে যেন সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক পরিধান করে চলাফেরা করেন৷ এ বিষয়ে বিভিন্ন এলাকায় সচেতনতা তৈরির চেষ্টা অব্যাহত রেখেছে প্রশাসন৷ প্রশাসনের প্রচেষ্টা সত্ত্বেও একাংশের মানুষ প্রশাসনের এ নির্দেশ অমান্য করে চলেছে৷জনবহুল এলাকায় এবং রাস্তাঘাট বাজার হাট অফিস-আদালতে মাক্স পড়ে যান করছে না ,সামাজিক দূরত্ব বজায় রাখছে না৷
উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন কঠোর মনোভাব গ্রহণ করতে বাধ্য করছে৷রাজধানী আগরতলা শহর ও শহরতলীর এলাকায় প্রশাসনের তরফ থেকে দুই দিনের বিশেষ অভিযান শুরু করা হয়েছে৷ যারা মাক্স ব্যবহার করছেন না এবং সামাজিক দূরত্ব বজায় রাখছেন না তাদের আর্থিক জরিমানা করা হচ্ছে৷শুক্রবার রাজধানী আগরতলা শহরের বটতলা নাগেরজালা জোহর ব্রিজ জিবি বাজারসহ বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান চালানো হয়৷ অভিযান চালিয়ে বহু সংখ্যক মানুষের কাছ থেকে আর্থিক জরিমানা আদায় করা হয়েছে৷
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে৷ শুক্রবার ডিসিএম অনিমেষ ধরে নেতৃত্বে আগরতলা পশ্চিম থানার পুলিশ এবং বটতলা আউট প্রশ্ণের পুলিশ এ ধরনের অভিযানের সামিল হয়৷ আগামী দিনগুলিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ডিসিএম অনিমেষ ধর জানিয়েছেন৷
এদিকে,করোনা ভাইরাসের মহামারিথেকে সকলকে রক্ষার জন্য কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার সকলকে মাক্স পড়া বাধ্যতামূলক বলে ঘোষনা করেছেন৷ কিন্তুদেখাযায় অধিকাংশ লোকজন সরকারি নির্দেশিকাকে বুঙু আঙ্গুল দেখিয়ে মাক্স পরিধান ছারা চলাফেরা করছে৷ এরইমধ্যে রাজ্য সরকার ১৮ এবং ১৯ সেপ্ঢেম্বর মাক্স এনফোর্সমেন্ট ডে উৎযাপন করার সিদান্ত নিয়েছেন৷ রাজ্যসরকারের সিদান্ত অনুযায়ী শান্তির বাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী ও বাইখোড়া থানার ওসি রাজীব সাহার নেতৃত্বে শান্তির বাজারে, বাইখোড়া ও জোলাইবাড়ী বাজারে মাক্স বিরোধী অভিযান চালানো হয়৷ এতে করে যে সকল লোকজন মাক্স পরিধানছারা বাজারে চলাফেরা করছে তাদেরকে ফাইন করাহচ্ছে৷ আগামীকালও এই অভিযান জারী থাকবে৷
অন্যদিকে, অসচেতন নাগরিকদের সচেতন করতে শুক্রবার উদয়পুর ও কাকরাবন থানাধীন বিভিন্ন বাজারে অভিযান চালালো কাকরাবন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বি ডি ও) অভিজিত দাস এবং কাকরাবন থানার পুলিশ৷ বহুবার বলার পরও যারা মাস্ক পড়েনি এই সকল অসচেতন নাগরিকদের বিরুদ্ধে শুক্রবার জরিমানা করেন সাধারন প্রশাসন এবং আরক্ষা প্রশাসনের কর্মীরা৷ এদিন এই অভিযানের নেতৃত্বে ছিলেন কাকরাবন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিজিত দাস এবং কাকরাবন থানার সাব ইন্সপেক্টর খোকন সাহা৷ উদয়পুর শহরের রাজপথে অভিযানে নেতৃত্ব দেন মহকুমা শাসক অনিরুদ্ধ রায়, ডি এম গোমতি টি- টি কে দেবনাথ, এস পি গোমতি- লাকি চৌহান , ও সি – আর কে পুর- দেবাশীষ সাহা, এস ডি পি ও- ধ্রুব নাথ সহ অন্যান্য আধিকারিকরা৷