BRAKING NEWS

কৃষক স্বার্থে নয় কৃষি বিল : হরসিমরত কউর বাদল

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): কৃষক স্বার্থে নয় কৃষি বিল। কৃষকরা এই বিলের বিরোধিতায় বহু দিন ধরেই রাস্তায়, রেলপথে বসে আছেন। এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা অকালি দলের নেত্রী তথা সাংসদ হরসিমরত কউর বাদল। কৃষি-সংস্কারে তীব্র আপত্তি ও তিনটি কৃষক-বিরোধী অধ্যাদেশের বিরোধিতা করে বৃহস্পতিবারই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন হরসিমরত। শুক্রবার রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে জানানো হয়, ওই ইস্তফা গৃহত হয়েছে।

কৃষি বিল সম্পর্কে শুক্রবার হরসিমরত কউর বাদল জানান, আমি সরকারকে বলেছিলাম স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলার পর বিল আনতে, এতে রাজনীতির কী আছে? শুধুমাত্র পঞ্জাব নয়, হরিয়ানা, রাজস্থান, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র সর্বত্রই কৃষকরা আন্দোলন করছেন। দক্ষিণ ভারতেও বিরোধিতা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *