আবার আন্দোলনে নামছে ১০৩২৩, ধৈর্য না হারানোর পরামর্শ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর৷৷ আগামীকাল ১০ সেপ্ঢেম্বর থেকে তিনদিনের গণবস্থান এ বসছে জাস্টিস ফর ১০৩২৩ শিক্ষক কর্মচারী সংগঠন৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের সদর কার্যালয় খুমুলুঙ এলাকায় এই গণবস্থানের ডাক দেওয়া হয়েছে৷ সংগঠনের নেতা অজয় দেববর্মা আজ আগরতলা আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান৷ এদিকে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ ১০৩২৩ এর উদ্দেশ্যে অধৈর্য হওয়ার কারণ নেই৷ কারোর ইন্ধনে অযথা নিজেকে অস্থীর করে তুলবেন না৷ একই বলেন, রকম ভাবে অন্যদেরকে অস্থীর করাবেন না৷ জনগণের সরকার, দায়বদ্ধ সরকার৷ করোনার কারনে পরিস্থিতি সম্পর্কে সকলে অবগত৷ এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছেন৷ তিনি কথার খেলাপ করবে না৷


তিনি বলেন তিন দিনের অবস্থান চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হলে এজন্য সংগঠন দায়ী থাকবে না৷ অপ্রতিকর ঘটনা সংঘটিত হলে সরকার এবং প্রশাসনকেই এজন্য দায়ী থাকতে হবে বলে স্পষ্ট ভাবে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতা৷ জাস্টিস ফর ১০৩২৩ সংগঠক সংগঠনের নেতা জানান চাকরচ্যুত অনাহার-অর্ধাহারে এবং বিনা চিকিৎসায় মারা যাচ্ছে৷ সম্প্রতি বাধারঘাট এ পার্থ মজুমদার নামে চাকরিচ্যুত শিক্ষকের মৃত্যুর ঘটনাকে এ ধরনের ঘটনার শামিল বলে তিনি আখ্যায়িত করেছেন৷ তিনি আরো জানান তিনদিনের গণড
অবস্থান শেষেও সরকার কোন ধরনের ব্যবস্থা গ্রহণ না করলে এই আন্দোলনকে এগিয়ে যাবে৷ চাকরিচ্যুত শিক্ষকদের অবিলম্বে চাকরিতে নিযুক্তির জন্য তিনি জোরালো দাবি জানিয়েছেন৷ সংগঠনের নেতৃবৃন্দ আরো জানান পরিবার প্রতিপালন এবং ভবিষ্যতের কথা মাথায় রেখেই তারা এ ধরনের বৃহত্তর আন্দোলনের পথে এগিয়ে চলেছেন৷ সংগঠনের নেতা আরো অভিযোগ করেছেন বর্তমান সরকার তাদের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল৷ কিন্তু বর্তমানে সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও চাকুরীতে নিযুক্তির কোনো ব্যবস্থা গ্রহণ করছে না৷ তাদেরকে চাকরিচ্যুত করার জন্য তারা নিজেরা দায়ী নয় বলে স্পষ্টভাবে উল্লেখ করেন৷ বিগত সরকারের ভুল নীতির কারণে তাদের আজ বিপন্ন দশায় পড়তে হয়েছে৷ যে সরকারের আমলেই হোক না কেন তারা কেন এই দুর্ভোগের শিকার হবেন সেই প্রশ্ণ তুলেছেন তারা৷ সরকার এবং প্রশাসনকে তাদের প্রতি সহানুভূতির মানসিকতা নিয়ে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে৷ চাকরিচ্যুত শিক্ষকদের এই গণবস্থান আন্দোলনে সকল অংশের মানুষের সহযোগিতা আহ্বান করেছে সংগঠন৷


অধৈর্য হওয়ার কারণ নেই৷ কারোর ইন্ধনে অযথা নিজেকে অস্থীর করে তুলবেন না৷ একই রকম ভাবে অন্যদেরকে অস্থীর করাবেন না৷ জনগণের সরকার, দায়বদ্ধ সরকার৷ করোনার কারনে পরিস্থিতি সম্পর্কে সকলে অবগত৷ এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছেন৷ তিনি কথার খেলাপ করবে না৷ রাজ্য মন্ত্রিসভার সকল সদস্যরা চায় ১০৩২৩ এর সুষ্ঠ মিমাংসা৷ যে সৃষ্টি করে গেছেন তাঁর পাপ বহন করতে হচ্ছে বর্তমান সরকারকে৷ এরজন্য কমিশন বসানো হয়েছে৷ এগুলি স্পষ্ট হয়ে যাবে৷ ৬ মাসের মধ্যে কমিশনের রিপোর্ট প্রকাশ করা হবে৷ ইতিমধ্যেই দুমাস গেছে৷ তবে ১০৩২৩ নিয়ে সরকার একটা প্রক্রিয়ায় এনেছে৷ বুধবার ১০৩২৩ এর প্রসঙ্গ ক্রমে বলতে গিয়ে এই কথা বলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ মানুষের ব্যক্তি স্বাধীনতা রয়েছে৷ কাউকে বাধা দেওয়া হবে না৷


গনতন্ত্রে বিশ্বাসী বিজেপি দল৷ মানুষ বিচার করবে৷ ১০৩২৩ নিয়ে কাঠগড়ায় থাকতে পারেনা বর্তমান সরকার৷ যারা এদের সৃষ্টি কর্তা তারা পেছন থেকে একটা অংশকে লেলিয়ে দিচ্ছে৷ বাম সরকার অপরাধ করেছে৷ তাদের অপকর্মের ফলে ১০৩২৩ এর এই অবস্থা৷ বিজেপি ক্ষমতায় এলে মানবতার দিক দিয়ে কিছু করার জন্য প্রতিশ্রুতি দেয়৷ সেই অনুযায়ী পদক্ষেপ নিয়েছে৷ এক কালীন ছাড় এনে কিছু অংশকে টেকানো গেছে৷ এদিন শীর্ষ আদালতের বক্তব্য স্পষ্ট করে দেন মন্ত্রী রতন লাল নাথ৷ এই বিষয়ে কথা বলা হয়েছে৷ কিছু অসামঞ্জস্যতা রয়েছে৷ তাঁর পরেও মুখ্যমন্ত্রী এই বিষয়টা দেখছেন৷ বর্তমানে এরা কেউ শিক্ষা দপ্তরের লোক নয়৷ রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে ১০৬৬৮ পদ সৃষ্টিশিক্ষামন্ত্রী করার৷ গ্রুপ সি, গ্রুপ ডি পদে এই পোস্টে ক্রিয়েট করা হয়েছে৷ এতে ১০৩২৩ এর পাশাপাশি বেকারাও থাকবে৷ কিন্তু এই পদ গুলি অন্য দপ্তরের৷


তাই শিক্ষামন্ত্রী হিসাবে কোন মন্তব্য করবেন না বলে জানান তিনি৷ মন্ত্রিসভার সদস্য হিসাবে তিনি জানান মুখ্যমন্ত্রী তাদের নেওয়ার জন্য একটা উদ্যোগ নিয়েছেন৷ অতি সম্প্রতি মর্ডালিটি ঠিক করা হবে৷ যাতে আইনের সমস্যা না হয়৷ শুধু ১০৩২৩ মারা যায় এটা ঠিক নয়৷ প্রতিটি মানুষের মৃত্যু দুঃখ জনক৷ কিন্তু এদের সৃষ্টি কর্তা সাদা পোশাক পরিধান করে বসে আছেন৷ তিনি এখনো মানুষের মধ্যে জ্ঞান বিতরণ করে চলছেন৷ অতি দ্রুত মর্ডালিটি ঠিক করে এই বিষয়ে ঘোষণা দেবেন মুখ্যমন্ত্রী৷ তবে দিন ক্ষণ এখনো বলা যাবে না৷ ১০৩২৩ এর প্রতিশ্রুতি রক্ষা করা হবে বলে জানান মন্ত্রী রতন লাল নাথ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *