BRAKING NEWS

জিবি হাসপাতালে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা নেই : এসইউসিআই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিকে মৃত্যুপুরী বলে আখ্যায়িত করেছে এসইউসিআই৷ ভয়ে মানুষ জিবি হাসপাতালে যায় না বলেও অভিযোগ করা হয়েছে৷মঙ্গলবার কৃষ্ণনগরে এসইউসিআই এর রাজ্য কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন সংগঠনের নেতৃবৃন্দ৷ তারা অভিযোগ করেন জিবি হাসপাতালের রোগীদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা নেই৷করোনা ভাইরাস সংক্রমণ জনিত আতঙ্কে চিকিৎসক-নার্স সহ স্বাস্থ্যকর্মীরা কোন ধরনের চিকিৎসা পরিষেবা দিতে চাইছেন না৷ এর ফলে প্রতিনিয়ত এই বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনা ঘটে চলেছে৷ এ ধরনের কার্যক্রমকে অপ্রত্যাশিত বলে আখ্যায়িত করা৷

তারা বলেন সেবা ধর্মে দীক্ষিতরা যেভাবে নিজেদের দায় দায়িত্ব খালাস করার কৌশল নিয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না৷জিবি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তরের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এসইউসিআই৷সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ আরো বলেন দিনমজুরদের আর্থিক অবস্থা খুবই শোচনীয়৷ গ্রাম পাহাড়ে অভাবনীয় অভাব-অনটন চলেছে৷উদ্ভূত পরিস্থিতিতে ওইসব অংশের মানুষের জন্য আর্থিক সাহায্যের হাত সম্প্রসারিত করার জন্য রাজ্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *