BRAKING NEWS

কৈলাসহরে পানীয় জলের দাবিতে পথ অবরোধ করলেন এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্ঢেম্বর৷৷ ঊনকোটি জেলার কৈলাশহর এর গোলকপুর এলাকায় পরিস্রুত পানীয় জলের দাবিতে পথ অবরোধ করলেন এলাকার মা-বোনেরা৷ মঙ্গলবার সকাল থেকে এলাকার মা-বোনরা কলসি নিয়ে পথ অবরোধে বসেন৷এলাকাবাসীর অভিযোগ গত কয়েকদিন ধরে এলাকায় পানীয় জল পাওয়া যাচ্ছে না৷ অভিযোগের তির বিজেপির প্রেসিডেন্টের বিরুদ্ধে৷


এলাকার জনগণ বিরোধী দলের সমর্থক হওয়ার কারণেই পানীয় জল বন্ধ করে দেওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ এনেছেন এলাকার মা বোনেরা৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ধূমায়িত হচ্ছে৷ গোলকপুর এ পথ অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ছুটে যান৷দ্রুত এলাকায় পানীয় জল পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়৷প্রশাসনের কর্মকর্তাদের আশ্বাসের ভিত্তিতে আপাতত তারা পথ অবরোধ প্রত্যাহার করে নেন৷


প্রতিশ্রুতি অনুযায়ী এলাকায় পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়া হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷ পানীয় জল নিয়ে কোনো ধরনের রাজনীতি তারা বরদাশ করবেন না৷ পানীয় জলের সংযোগ বন্ধ করে রাখার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *