BRAKING NEWS

করোনা : মৃত্যুর লাইন দীর্ঘ হচ্ছে, দিল্লি থেকে ডাক্তারদের টিম আসছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে৷ রাজ্যে কোভিড-১৯ মোকাবিলায় উন্নত চিকিৎসা পরিষেবার জন্য প্রয়োজনীয় পরামর্শ নিতে নতুন দিল্লি থেকে বিশেষ চিকিৎসকদল রাজ্যে আনার উদ্যোগ নিয়েছে সরকার৷ শীঘই নতুন দিল্লি থেকে এই চিকিৎসকদলটি রাজ্যে আসবে বলে আশা করা হচ্ছে৷


আজ মহাকরণের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সাংবাদিকদের এই সংবাদ জানান৷ তিনি কোভিড-১৯ সংক্রান্ত পরিসংখ্যান তুলে ধরে জানান, প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় কোভিড-১৯-এর নমুনা পরীক্ষায় দেশের ২৭টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চল থেকে ত্রিপুরা টেস্টের সংখ্যা অধিক৷ সংক্রমণের হারের দিক থেকে দেশের ১৯টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চল ত্রিপুরা রাজ্য থেকে বেশি৷ কোভিড-১৯-এ মৃত্যুর হারের দিক থেকে দেশের ১৮টি রাজ্যও কেন্দ্রীয় শাসিত অঞ্চল ত্রিপুরা থেকে খারাপ অবস্থায় রয়েছে৷
এদিকে, রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ৷সম হারে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা৷শনি বার রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল সর্বাধিক ১০ জনের৷এটা রাজ্যের জন্য রেকর্ড৷এর আগে একদিনে এত জনের মৃত্যু হয়নি৷গত ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য দপ্তর৷ এখন পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ১৪৪ জনের৷

স্বাস্থ্য দপ্তরের বুলেটিন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী,রাজ্যে করোনা আক্রান্তের শতকরা হার ৪.৯৫ শতাংশ৷সুস্থতার শতকরা হার ৬০.২৭ শতাংশ৷গত ২৪ ঘন্টায় রাজ্যের বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টার থেকে .২৬২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷রাজ্যে এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২লক্ষ ৪ হাজার ৭০২ জন৷ মোট পরীক্ষিত নমুনার সংখ্যা ২ লক্ষ ৩ হাজার ৬২৯ জন৷এখন পর্যন্ত রাজ্যে আক্রান্তের মোট সংখ্যা ১৪ হাজার ৫৩১ জন৷
এই পরিসংখ্যান থেকে স্পষ্ট রাজ্যে প্রতিদিন নিয়ম করেই বাড়ছে করোনার থাবা৷মৃত্যুর গ্রাফ ও ঊর্ধ মুখী৷ সব মিলিয়ে গোটা রাজ্যে বৃদ্ধি পেয়েছে করোনার আতঙ্ক৷পিছিয়ে নেই আগরতলা পুর নিগম এলাকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *