BRAKING NEWS

আরও নয়জনের মৃত্যু, সংখ্যা বেড়ে সোয়াশ

আগরতলা, ২ সেপ্ঢেম্বর (হি. স.)৷৷ ত্রিপুরায় করোনা আক্রান্ত আরও নয়জনের মৃত্যু হয়েছে৷ তাতে মৃতের সংখ্যা দাড়িয়েছে ১২৫৷ প্রতিদিন করোনা আক্রান্তের মৃতের ঘটনায় পরিস্থিতি ভয়াবহ দিকে মোড় নিচ্ছে বলেই মনে হচ্ছে৷


স্বাস্থ্য দফতরের জারি মিডিয়া বুলেটিনে দেখা যাচ্ছে, এখন পর্যন্ত ৭২,০৬৫ জন করোনা আক্রান্ত সন্দেহে নজরদারিতে ছিলেন৷ তাদের মধ্যে ১৪ দিন সময়সীমা অতিক্রম করেছেন ৬৮,১৪১ জন৷ বর্তমানে গৃহে একান্তবাসে রয়েছেন ৩৬১৫ জন এবং প্রাতিষ্ঠানিক একান্তবাসে রয়েছেন ৩০৯ জন৷ এদিকে, ত্রিপুরায় এখন পর্যন্ত ২,৮০,৫৮২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ তাতে, ২,৭৯,৫৩৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে৷ এর মধ্যে আরটি-পিসিআর পরীক্ষা হয়েছে ১,৩৭,৮৩৬টি এবং এন্টিজেন টেস্ট হয়েছে ১,৪১,৭০১টি৷ স্বাস্থ্য দফতরের রিপোর্ট-এ দাবি, আরটি-পিসিআর টেস্টে ৪৫০০ এবং এন্টিজেন টেস্টে ৮২২২ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷


ত্রিপুরায় এখন পর্যন্ত ১২,৭২২ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে ত্রিপুরা-তে আছেন ১২,৭০২ জন৷ ২০ জন করোনা আক্রান্ত বর্তমানে ত্রিপুরার বাইরে রয়েছেন৷ এছাড়া ৮০৩৩ জন এখন পর্যন্ত ত্রিপুরায় সুস্থ হয়েছেন৷ ফলে, বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪৫৪১৷ এদিকে, ১২৫ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন৷ তাতে, আজকে নয় জনের মৃত্যু হয়েছে৷ ফলে, বর্তমানে করোনা আক্রান্ত হয়ে মৃতের হার ০.৯৮ শতাংশ৷ এছাড়া, ত্রিপুরায় কোভিড-১৯ সংক্রমনের হার ৪.৫৫ শতাংশ, সুস্থতার হার ৬৩.২৪ শতাংশ এবং প্রতি লাখে পরীক্ষা হয়েছে ৬৯,৯২৬৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *