আগরতলা, ১ সেপ্ঢেম্বর (হি.স.)৷৷ মঙ্গলবার সাব্রুম রেলস্টেশনে ভ্রাম্যমান রেলওয়ে হাসপাতাল লাইফলাইন এক্সপ্রেসের সূচনা হয়েছে৷ ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং ইমপ্যাক্ট ইন্ডিয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আজ থেকে ৩০ সেপ্ঢেম্বর পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা দেবে এই ভ্রাম্যমান রেল হাসপাতাল৷
ভ্রাম্যমান রেল হাসপাতালের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, কোভিড-১৯ মোকাবিলার সাথে সাথে এই ভ্রাম্যমান রেল হাসপাতালে হাত, পা, চোখ, কান, ঠেঁট ও দাঁতের সার্জারি করা হবে৷ তাছাড়াও এখানে অন্যান্য রোগের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে৷ তিনি ধলাই জেলায়ও এই ভ্রাম্যমান রেল হাসপাতাল নিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন৷ তিনি বলেন, সাব্রুম আগামীদিনে দক্ষিণ এশিয়ার সিংহদুয়ার হবে৷ এখানে স্পেশাল ইকোনমিক জোন, লজিস্টিক হাব, ফেনি ব্রিজ গড়ে তোলার কাজ চলছে দ্রুত৷ সাব্রুম হয়ে উঠবে বাণিজ্যিক রাজধানী, দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন তিনি৷

