বীরজিৎ সিনহার উপর হামলার প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট৷৷ মঙ্গলবার রাতে জিরানিয়ার মাধববাড়ি এলাকায় প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার গাড়ির উপর হামলা চালায় এক দল দুষৃকতি৷ এই ঘটনার সাথে যুক্তদের গ্রেপ্তারের দাবিতে এবং বীরজিৎ সিনহার নিরাপত্তা আরও বৃদ্ধির দাবিতে বুধবার রাজধানীতে বিক্ষোভে সামিল হয় প্রদেশ কংগ্রেসের কর্মী সমর্থকরা৷
এইদিন রাজধানীর পোস্ট অফিস চৌমুহনীতে বিক্ষোভ কর্মসূচী সংগঠিত করা হয়৷ একই সাথে সড়ক অবরোধে সামিল হয় কংগ্রেস কর্মী সমর্থকরা৷ উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ বিশ্বাস, যুব কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সদর মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক৷


তিনি কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতির সাথে৷ আশ্বাস দেন বীরজিৎ সিনহার গাড়িতে হামলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হবে৷ ইতিমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ পাশাপাশি বীরজিৎ সিনহার নিরাপত্তা বৃদ্ধির বিষয়টি নিয়ে উদ্ধতন কতৃপক্ষের সাথে কথা বলবেন বলেও আশ্বাস দেন৷ তারপরই কংগ্রেস কর্মী সমর্থকরা বিক্ষোভ কর্মসূচী প্রত্যাহার করে নেয়৷ রানির বাজারে কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী বীরজিৎ সিনহার উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করল পুলিশ৷

রানিরবাজার থানার পুলিশ বুধবার দুপুরে তাদের গ্রেপ্তার করেছে৷ প্রসঙ্গত মঙ্গলবার রাতে আগরতলা থেকে বাড়ি ফেরার সময় কংগ্রেস নেতা বীরজিৎ সিনহার গাড়িতে হামলা করে কিছু দুষৃকতী৷ তাদের গাড়িতে ঢিল ছোড়া হয়৷ তাদের উদ্দেশ্য করে গালাগাল করা হয়৷ ঘটনায় সামান্য আহত হন বিরজিৎ সিনহার একজন দেহরক্ষী৷ রাতেই বিরজিৎ সিনহা ঘটনার বিস্তারিত জানিয়ে রানির বাজার থানায় অভিযোগ করেছিলেন৷ পুলিশ মামলা নিয়ে বুধবার দুই জনকে গ্রেফতার করে বলে জানা গেছে৷ জিরানিয়া মহাকুমার পুলিশ সূত্রে এ খবর জানা গেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *