নয়াদিল্লি, ২১ আগস্ট (হি.স.) : কর্পোরেশন ট্যাক্সের অংশ বাবদ পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির প্রাপ্য ১,০৬৪ কোটি ৭৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সারা দেশে ২৮টি রাজ্যের জন্য কর্পোরেশন ট্যাক্সের অংশ বাবদ প্রাপ্য মিটিয়ে দেবে কেন্দ্র।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের বাজেট শাখা একই মন্ত্রকের চিফ কন্ট্রোলার অব অ্যাকাউন্টসকে লেখা চিঠিতে জানিয়েছে, পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশে কর্পোরেশন ট্যাক্সের অংশ বাবদ রাজ্যগুলির প্রাপ্য ১২ হাজার ৪৫৩ কোটি টাকা আগস্ট মাসেই মিটিয়ে দেওয়া হোক। সে মোতাবেক উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিকেও প্রাপ্য মিটিয়ে দেবে কেন্দ্র।
কর্পোরেশন ট্যাক্সের অংশ বাবদ প্রাপ্য উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশের জন্য ২১৯ কোটি ১৭ লক্ষ টাকা, অসমের জন্য ৩৮৯ কোটি ৯০ লক্ষ টাকা, মণিপুরের জন্য ৮৯ কোটি ৪২ লক্ষ টাকা, মেঘালয়ের জন্য ৯৫ কোটি ২৬ লক্ষ টাকা, মিজোরামের জন্য ৬৩ কোটি ১ লক্ষ টাকা, নাগাল্যান্ডের জন্য ৭১ কোটি ৩৬ লক্ষ টাকা, সিকিমের জন্য ৪৮ কোটি ৩২ লক্ষ টাকা এবং ত্রিপুরার জন্য ৮৮ কোটি ২৯ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।