নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি. স.): জাতীয় নিয়োগ এজেন্সি গঠনে মঞ্জুরি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই সংস্থা কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির নন-গেজেটেড পদের জন্য নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করবে। বুধবার রাজধানী দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবকে মঞ্জুরি দেওয়া হয়। বৈঠকের পর কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রীর প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের তরুণ প্রজন্মের চাকরি পেতে সুবিধা হবে।এই এজেন্সির মাধ্যমে গ্রুপ বি এবং সি এর জন্য একই পদ্ধতিতে পরীক্ষা হবে। পরীক্ষায় পাস করলে পরীক্ষার্থী অন্যান্য বিভাগের জন্য পরীক্ষায় বসতে পারবে। কেন্দ্রীয় কর্মীক এবং শিক্ষণ বিভাগের মন্ত্রী জিতেন্দ্র সিংহ জানিয়েছেন এর মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সরল হবে এবং পরীক্ষার্থীদের উঁচু পদে চাকরি করার স্বপ্ন সফল হবে। প্রত্যেকে সমান সুযোগ পাবে বিশেষ করে পিছিয়ে পড়া প্রান্তিক শ্রেণীর মানুষদের এতে করে সুবিধা হবে।
2020-08-19