কোহিমা, ১৩ আগস্ট (হি.স.) : করোনা-প্রকোপে ছাত্রছাত্রীদের ভিডিও-পাঠ বিনামূল্যে সরবরাহ করবে নাগাল্যান্ড সরকার। সরকারি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ভিডিও-পাঠ ভরা পেনড্রাইভ বিনামূল্যে দেওয়া হবে। তবে ব্যক্তিগত প্রয়োজনে কিংবা বেসরকারি স্কুলের জন্য বিনামূল্যে সরবরাহ করা হবে না। তাদের ওই পেনড্রাইভ কিনতে হবে।
শিক্ষা দফতরের দাবি, ভিডিও-পাঠ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এবং জিও টিভি-তে বিনামূল্যে সম্প্রচারিত হচ্ছে। দূরদর্শনের মাধ্যমেও এই পাঠ দেখানো হচ্ছে। গত মে, জুন এবং জুলাইতে দূরদর্শনে সম্প্রচারিত হয়েছে। এখন থেকে পেনড্রাইভের মাধ্যমেও পাঠ মিলবে।
নাগাল্যান্ড শিক্ষা দফতরের প্রধান অধিকর্তা শ্রীনিবাস সি বলেন, গত ১ মে থেকে ইউটিউব এবং ফেসবুকে ভিডিও-পাঠ বিনামূল্যে সম্প্রচারিত হচ্ছে। এমন-কি, গত ১০ আগস্ট থেকে জিও টিভি-তেও সম্প্রসারিত হচ্ছে। তিনি এক বিজ্ঞপ্তি জারি করে বলেছেন, সরকারি স্কুলে ওই সুবিধা বিনামূল্যে মিলবে। তবে বেসরকারি স্কুলগুলিকে তা কিনতে হবে। অবশ্য, ন্যূনতম টাকায় ওই পেন-ড্রাইভ কিনতে পাওয়া যাবে।
শিক্ষা দফতরের তথ্য অনুযায়ী, প্রত্যেকটি ভিডিও-পাঠ ছয় থেকে ৩৫ ঘণ্টা সময়ের জন্য তৈরি হয়েছে। এ-ক্ষেত্রে পেনড্রাইভ ১৬ জিবি, ৩২ জিবি এবং ৬৪ জিবি ধারণ ক্ষমতার মিলবে। তাতে খরচ পরবে যথাক্রমে ৩৫০ টাকা, ৪৮০ টাকা এবং ৮৫০ টাকা। প্রধান অধিকর্তার বক্তব্য, ইন্টারনেট সংযোগ এবং প্রয়োজনীয় স্পিড সমস্যায় বিভিন্ন স্থানে ছাত্রছাত্রীরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিও পাঠের সুযোগ নিতে পারেনি। তাই, এখন পেনড্রাইভের মাধ্যমে সকলের কাছে তা সহজে পৌঁছে দেওয়া যাবে। তাতে ছাত্রছাত্রীরাও উপকৃত হবেন।
তাঁর কথায়, সমস্ত ছাত্রছাত্রীর কাছে স্মার্টফোন রয়েছে এমনটা মনে করার কোনও কারণ নেই। এ-বিষয়ে শিক্ষা দফতর সম্পূর্ণ ওয়াকিবহাল। তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সম্পূর্ণ প্রক্রিয়া স্বচ্ছতা অবলম্বন করে সম্পন্ন হবে এবং জনগণ সমস্ত তথ্য জানার অধিকারী হবেন।