BRAKING NEWS

মাস্ক এবং স্যানিটাইজার অত্যাবশ্যক পণ্য নয়, জানাল আদালত

নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি. স.): মাস্ক এবং স্যানিটাইজার অত্যাবশ্যক পণ্যের তালিকা থেকে সরিয়ে দিয়ে সেগুলির উপর ১৮ শতাংশ জিএসটি বসানোর বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে যে পিটিশন দায়ের করা হয়েছিল, আদালত তা খারিজ করে দিয়েছে।  ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শুনানি চলাকালীন বিচারপতি ডিএন প্যাটেলের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে এই পিটিশনের কোন মেরিট নেই।সমাজকর্মী গৌরব যাদব এবং আইনজীবী আরতী সিং পিটিশন দায়ের করেন। পিটিশনের দাবি করা হয় যে অ্যালকোহল বেসড স্যানিটাইজার জিএসটি হার ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ বা ১২ শতাংশ করা হউক। ১৩ মার্চ এবং ৩০ জুন সেই নোটিফিকেশনকে কার্যকর করা হোক যেখানে স্যানিটাইজার এবং মাস্ককে অত্যাবশ্যক পণ্য হিসেবে ধার্য করা হয়েছিল। সবকিছু শোনার পর পিটিশন খারিজ করে দেয় আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *