BRAKING NEWS

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে নিরাপত্তার দায়িত্বে ৮ জন সিআরপিএফ কর্মী করোনা আক্রান্ত

আগরতলা, ১১ আগস্ট (হি. স.) : ভয়ঙ্কর ঝুঁকিতে রয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা সুরক্ষা কর্মী-দের মধ্যে এখন পর্যন্ত ১৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। শুধু গতকালই মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা একসাথে ৮ জন সিআরপিএফ জওয়ান-র দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। তাঁদের আজ বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে কোভিড কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে।

এ-বিষয়ে স্বাস্থ্য দফতরের জনৈক আধিকারিক বলেন, ত্রিপুরায় করোনা-র প্রকোপ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন-কেও কাবু করেছে। তাঁর পরিবারের সদস্য সহ ব্যক্তিগত দেহরক্ষীও করোনা আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে গৃহে আইসোলেশনে রয়েছেন।

ওই আধিকারিকের কথায়, মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে নিরাপত্তা কর্মী-রা করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত ১৫ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। ফলে তাঁদের সংস্পর্শে যারা ছিলেন তাদের খুঁজে বের করা হচ্ছে। তিনি বলেন, গতকাল একসাথে সর্বোচ্চ ৮ জন সিআরপিএফ কর্মী-র কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে এখন তাঁদের সংস্পর্শে যারা ছিলেন তাদের খুঁজে বের করে নমুনা পরীক্ষা হবে।

তাঁর দাবি, ওই ৮ জন সিআরপিএফ জওয়ানকে বাধারঘাট স্পোর্টস কমপ্লেস-এ কোভিড কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের আরও কয়েকজনের নমুনা সংগ্রহ করা হবে। প্রসঙ্গত, বর্তমানে মুখ্যমন্ত্রী বাড়িতে বসেই কাজকর্ম করছেন। আজ মন্ত্রিসভার বৈঠকে ভিডিও কনফারেন্সে অংশ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *