পিএম কিষান যোজনার ষষ্ঠ কিস্তি জারি করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৮ আগস্ট (হি. স.): রবিবার পিএম কিষান যোজনার ষষ্ঠ কিস্তি জারি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পাশাপাশি কৃষি ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের জন্য এক লক্ষ কোটি টাকার বরাদ্দের উদ্বোধন করেছেন তিনি।


শনিবার প্রধানমন্ত্রীর দফতরের তরফ থেকে জানানো হয়েছিল যে রবিবার সকাল ১১ টা নাগাদ কৃষিক্ষেত্রে পরিকাঠামোগত আর্থিক ফান্ডের আনুষ্ঠানিক সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  গোটা ব্যাপারটাই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হবে। সেইমত এই দুইটির আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।গত জুলাই মাসে কৃষিক্ষেত্রে পরিকাঠামোগত আর্থিক ফান্ড গঠনের অনুমোদন দেয় কেন্দ্রীয় সরকার। এই ফান্ডের জন্য এক লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই ফান্ড থেকে কৃষকেরা ঋণ নিতে পারবে।পাশাপাশি পিএম কিষান যোজনা আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।৮.৫ কোটি কৃষকের জন্য ১৭ হাজার কোটি টাকা ষষ্ঠ কিস্তিতে দেওয়া হবে।এর ফলে উপকৃত হবে প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি, কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্র।

এদিন এ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিষান রেলের কথা উল্লেখ করেন।বিহার এবং মহারাষ্ট্রের মধ্যে এই প্রকল্প চালু করা হয়েছে।এরফলে উপকৃত হবে ছোট কৃষকেরা। ট্রেনটি উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে যাওয়ার ফলে উপকৃত হবে এই রাজ্যগুলির কৃষকেরা।মহারাষ্ট্রের নাসিকের দেবিলাল থেকে বিহারের পাটনার দানাপুর পর্যন্ত এই ট্রেনটি চলবে। বড় শহরের সঙ্গে সরাসরি কৃষকদের সংযুক্তিকরণ হবে। ফলে মৎস্যচাষ, পশুপালন এবং কৃষি সার্বিক উন্নয়ন হবে। ছোট কৃষকদের কষ্ট নিবারণের জন্য ক্রমাগত কাজ করে চলেছে।কৃষি ক্ষেত্রে ভারতকে আত্মনির্ভর করার পক্ষে এই প্রকল্প ইতিবাচক ভূমিকা পালন করবে।বিভিন্ন জেলার বিখ্যাত পণ্যগুলোকে সাধারণের নাগালের মধ্যে নিয়ে আসার জন্য ক্রমাগত কাজ করে চলেছে প্রশাসন। ভারতকে আত্মনির্ভর করার পক্ষে এই প্রকল্প ইতিবাচক ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *