গোয়ালপাড়া (অসম), ৬ আগস্ট (হি.স.) : প্ৰেমের ফাঁদ পেতে কিশোরীকে পতিতালয়ে বিক্ৰি করার অপরাধে গ্ৰেফতার হয়েছে ছয় সন্তানের বাবা। ঘটনা নিম্ন অসমের গোয়ালপাড়া জেলায় সংঘটিত হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে মহম্মদ সফিউর বলে পরিচয় পাওয়া গেছে।
পুলিশ সূত্ৰের খবর, গ্রামে তার প্রতিবেশী এক কিশোরীর সঙ্গে প্ৰথমে নানা কৌশলে, প্রলোভন দর্শিয়ে প্ৰেমের সম্পৰ্ক তৈরি করে অভিযুক্ত সফিউর। সম্পৰ্ক গভীর হলে কিশোরী সফিউরকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করে। পরবর্তীতে অভিযুক্ত মহম্মদ সফিউর কিশোরীকে বিয়ের স্বপ্ন দেখিয়ে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় নিয়ে যায়। সেখানে প্ৰথমে একটি হোটেলে রাত কাটানোর পর ওই ব্যক্তি কিশোরীকে শিলিগুড়ির পতিতালয়ে জনৈক মহিলা দালালের হাতে বিক্ৰি করে দেয়।
এদিকে কিশোরীর পরিবারের লোকজন তাকে না পেয়ে পুলিশে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন। পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে পুলিশ সফিউরের সঙ্গে যোগাযোগ করে তাকে নিরন্তর জেরা চালায়। তার পরই আসল সত্য প্ৰকাশ্যে আসে। নাবালিকা কিশোরীটিকে সফিউর শিলিগুড়িতে এক মহিলার কাছে বিক্ৰি করে দেওয়ার কথা পুলিশের কাছে স্বীকার করে অভিযুক্ত সফিউর। তারপর পুলিশ প্ৰশাসন ওই মহিলাকে খুঁজে বের করে তার হেফাজত থেকে কিশোরীকেও উদ্ধার করেছে। এবার ওই কিশোরীকে তার পরিবারের সদস্যদের হাতে সমঝে দেওয়ার ব্যবস্থা করছে পুলিশ। এই ঘটনায় জড়িত নারী পাচারকারী চক্ৰের সঙ্গে আর কে কে জড়িত, তার সন্ধানে নেমেছে পুলিশ।

