নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷ ৮ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করলো নরপিশাচ দাদু৷ ঘটনাটি ঘটেছে সিপাহীজলা জেলার বিশালগড় থানা এলাকার কে কে নগরে৷ জানা যায়, আট বছরের নাতনিকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করে দাদু৷ এ ব্যাপারে বিশালগড় মহিলা থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷
এই নারকীয় ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ অভিযুক্তকে গ্রেপ্তার এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোড়ালো দাবি উঠেছে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা আলাকয় ছিঃ ছিঃ রব পড়েছে৷

