সুশান্তের পরিবারের সঙ্গে দেখা না করার জন্য নিতিশকে কটাক্ষ তেজস্বীর

পাটনা, ২৯ জুলাই (হি. স.) : প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পরিবারের সদস্যদের সঙ্গে না দেখা করার জন্য বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে  নিন্দা সরব হলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। ১৪ জুন, রবিবার মুম্বইয়ের বিলাসবহুল আবাসন থেকে সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তের পর পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছেন সুশান্ত। যদিও তদন্ত প্রক্রিয়া চলছে।জেরা করা হয়েছে যশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া, পরিচালক মহেশ ভট, পরিচালক ও প্রযোজক সঞ্জয় বনশালিকে।উঠছে অভিযোগ-পাল্টা অভিযোগের তত্ত্ব। এই পরিস্থিতিতে সুশান্ত পরিবারবর্গের সঙ্গে দেখা না করার জন্য নীতীশ কুমারের বিরুদ্ধে নিন্দা সরব হন তেজস্বী যাদব। 

বুধবার তেজস্বী জানিয়েছেন, সুশান্ত সিং রাজপুত এর বাবা ইতিমধ্যে এফআইআর দায়ের করেছে। উদীয়মান এই অভিনেতার মৃত্যু রহস্যের তদন্ত স্বচ্ছভাবে হওয়া প্রয়োজন। সিবিআইয়ের হাতেই তদন্তভার দেওয়া হোক।আরজেডি তরফ থেকে তার বাবা ও বোনের সঙ্গে দেখা করা হয়েছে। এখনো পর্যন্ত বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে এ ব্যাপারে কথা বলেননি।এমনকি মৃতের পরিবার বর্গের সঙ্গেও দেখা করেন নি। সুশান্ত এর মৃত্যুতে শোক প্রকাশ করেননি নীতিশ। অবিলম্বে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে বলে তার সিবিআই তদন্তের দাবি জানানো উচিত।রাজ্যের বন্যা এবং করোনা পরিস্থিতিতে সদর্থক ভূমিকা পালন না করার জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছেন তেজস্বী।উল্লেখ করা যেতে পারে পাটনার রাজিব নগর থানায় সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।