চিন প্রসঙ্গে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব রাহুল

নয়াদিল্লি, ২৩জুলাই (হি. স.): পূর্ব লাদাখে চিনা আগ্রাসন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্রমাগত রাজনৈতিক আক্রমণ চালিয়ে যাচ্ছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী।এই  প্রসঙ্গে সামাজিক মাধ্যমে নিজের ভিডিও বক্তব্য সিরিজ চালাচ্ছেন ওয়ানাডের এই সাংসদ। বৃহস্পতিবার  নিজের ভিডিও বার্তায় রাহুল গান্ধী জানিয়েছেন, নিজের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে সর্বদা তৎপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।কেন্দ্রীয় সরকারের একাধিক সংস্থা তার ভাবমূর্তি বাঁচাতেই ব্যস্ত।তারা  ভুলে গিয়েছে যে রাষ্ট্রের প্রেক্ষিতে এক ব্যক্তির ভাবমূর্তি গুরুত্বহীন।রাহুল  গান্ধী নিজেই ভিডিও সিরিজের নাম দিয়েছেন ‘সত্যের সফর রাহুল গান্ধীর সঙ্গে’।

মূলত কেন্দ্রের শাসনাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানানোর জন্য রাহুলের এই পদক্ষেপ। এদিন  নিজের ভিডিওবার্তায় রাহুল গান্ধী জানিয়েছেন,টক্কর চিনকে দেওয়ার জন্য যদি আপনি মজবুত থাকেন তবেই সফল হতে পারবেন।চিনের  কাছ থেকে কোন কিছু হাসিল করতে হলে নিজের দুর্বলতাকে দেখানো চলবে না।চিনকে  টক্কর দেওয়ার জন্য মজবুত দৃষ্টিকোণ থাকা দরকার।যা  শুধুমাত্র রাষ্ট্রীয় নয় আন্তর্জাতিক স্তরেও করতে হবে।নিজের  ভূখণ্ডকে রক্ষা করার জন্য ভারতের আন্তর্জাতিক সাহায্য নেওয়া উচিত।নিজেদের  মধ্যে বাকবিতন্ডা করে আমরা গুরুত্বপূর্ণ সুযোগ হারিয়ে চলেছি। প্রধানমন্ত্রীর  পদক্ষেপ নিয়ে প্রশ্ন করার অধিকার রয়েছে বলে জানিয়েছেন রাহুল গান্ধী।কেন্দ্রীয় সরকারের যদি মজবুত দৃষ্টিকোণ থাকতো তবে ভারতের ভূখণ্ড অতিক্রম করার সাহস পেত না চিন বলে জানিয়েছেন তিনি।