নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.): ভারতে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনা-আক্রান্তের সংখ্যা। আক্রান্তের পাশাপাশি দ্রুততার সঙ্গে বাড়ছে মৃত্যুও। লাফিয়ে লাফিয়ে বেড়ে, মঙ্গলবার সকাল ৮.৩০ মিনিট পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ন’লাখ ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৪৯৮ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৯ লক্ষ ৬ হাজার ৭৫২ জন।কোভিড-১৯ ভাইরাসে প্রকোপে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর আশঙ্কা, চলতি সপ্তাহেই ভারতে ১০ লক্ষ ছাড়িয়ে যাবে করোনা-আক্রান্তের সংখ্যা।
মঙ্গলবার একটি মিডিয়া রিপোর্ট নিজের টুইটার হ্যান্ডেল পোস্ট করেন রাহুল গান্ধী। ওই মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, অনেক দেশ ভুল পথে এগোচ্ছে, তাই করোনা-পরিস্থিতি আরও খারাপের দিকে এগোচ্ছে। ওই মিডিয়া রিপোর্ট পোস্ট করে আশঙ্কার সঙ্গে রাহুল লেখেন, ‘চলতি সপ্তাহে আমাদের দেশে ১০ লক্ষ ছাড়িয়ে যাবে করোনা-আক্রান্তের সংখ্যা।’ প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ১০ শতাংশ। আক্রান্তের পাশাপাশি ধারাবাহিক ভাবে বেড়ে চলেছে মৃত্যুও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে ৫৬৩ জনের। এ নিয়ে দেশে মোট ২৩ হাজার ৭২৭ জনের প্রাণ কাড়ল করোনাভাইরাস।