নয়াদিল্লি, ১৩ জুলাই (হি.স.): পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্য-মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়লেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র আক্রমণ করে নাড্ডা টুইটারে লিখেছেন, পশ্চিমবঙ্গে গুন্ডারাজ চালাচ্ছে মমতা সরকার। নাড্ডার আরও অভিযোগ, পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলার চূড়ান্ত অবনতি হয়েছে।
রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে উত্তর দিনাজপুরের হেমতাবাদের (সংরক্ষিত আসন) বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের। সোমবার সকালে গ্রামের বাড়ির কাছেই বিন্দলে একটি বন্ধ দোকানের বারান্দায় বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে খুন করার পর ঝুলিয়ে দেওয়া হয়েছে। দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে।
বিজেপি বিধায়কের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করে টুইটারে নাড্ডা লিখেছেন, পশ্চিমবঙ্গের হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে নৃশংসভাবে খুন করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। গুন্ডারাজ চালাচ্ছে মমতা সরকার, আইন-শৃঙ্খলারও চূড়ান্ত অবনতি হচ্ছে।

