লেখাপড়ার সঙ্গে রাজনীতিকে মেশাবেন না দাবি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর

নয়াদিল্লি, ৯ জুলাই (হি. স.):  শিক্ষা নিয়ে রাজনীতি করা উচিত নয় বলে বৃহস্পতিবার দাবি করেছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশংক। করোনা সঙ্কটে পড়ুয়াদের চাপ কমানোর জন্য সিলেবাসের পরিমাণ কমিয়ে দিয়েছে সিবিএসসি। এই বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলগুলি। তাই বিরোধীদের সতর্ক করে দিয়ে এই মন্তব্য করেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী।

বৃহস্পতিবার একাধিক টুইট করে রমেশ পোখরিয়াল নিশংক জানিয়েছেন, সিবিএসসি সিলেবাস থেকে কয়েকটি চ্যাপ্টার বাদ দেওয়ার ফলে বিভিন্ন জায়গা থেকে অসংলগ্ন মন্তব্য ধেয়ে আসছে।মিথ্যা ব্যাখ্যা করে উন্মাদনা তৈরি করার প্রচেষ্টা হচ্ছে। শিশুদের প্রতি শিক্ষা দান আমাদের সকলের পবিত্র কর্তব্য।তাই শিক্ষা নিয়ে রাজনীতি করা উচিত নয়। উল্টে রাজনীতিকে আরও শিক্ষিত হওয়া উচিত।সিবিএসসি নবম এবং দ্বাদশ শ্রেণী থেকে পাঠ্যসূচি থেকে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ধর্মনিরপেক্ষতা, নাগরিকত্ব মত বিষয়ে বাদ দেওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়ান। বিষয়টি নিয়ে তিনি পরের টুইট করেন। এরপরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একই ইস্যুতে কেন্দ্রের শাসনাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন। এরপরই দুই তরফের রাজনৈতিক তরজা বাড়তে থাকে।

এই প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করে দিয়ে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী নিজের টুইট বার্তায় জানিয়েছেন, পাঠ্যসূচির বোঝা কমানোর জন্য জীববিজ্ঞব, অংক অর্থনীতির থেকে একাধিক বিষয় বাদ দেওয়া হয়েছে।