নয়াদিল্লি, ৫ জুলাই (হি. স.): ভারতের বৃহত্তম সর্দার বল্লভ ভাই প্যাটেল করোনা হাসপাতাল রবিবার পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং ডিআরডিও জি সতীশ রেড্ডি। দিল্লি-হরিয়ানা সীমান্তের ছাতারপুর ১০ হাজার শয্যাবিশিষ্ট ভারতের বৃহত্তম করোনা হাসপাতালটি গড়ে তুলেছে ডিআরডিও।এই হাসপাতালের ব্যবস্থাপনায় থাকবে আইটিবিপি। অর্থাৎ আইটিবিপি চিকিৎসকরাই করোনা রোগীদের চিকিৎসা করবে। হাসপাতালটির পরিদর্শনকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর গাইডলা মেনে এই হাসপাতলে ২৫০ আইসিইউ ইউনিট রয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, করোনা রোগীদের চিকিৎসা করার জন্য এখন আর হাসপাতাল শয্যার অভাব নেই। প্রায় ১৫, ৫০০ বেশি শয্যা রয়েছে যার মধ্যে ব্যবহৃত হয়েছে ৫৩০০। করোনা পরিস্থিতি আবার ভয়াবহ আকার ধারণ করলে তখন এই শয্যাগুলি ব্যবহার করা হবে।
2020-07-06

