গুজরাটের বন্যা পরিস্থিতি মোতায়ন এনডিআরএফ

নয়াদিল্লি, ৬ জুলাই (হি. স.): বিগত কয়েকদিন ধরে অবিরাম ধারায় বৃষ্টিপাতের জেরে গুজরাটে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলা করার জন্য এবং সাধারণ মানুষের স্বার্থে রাজ্যে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ এর জওয়ানদের মোতায়েন করা হয়েছে। সবচাইতে পরিস্থিতি খারাপ হচ্ছে দেব ভূমি দ্বারকার জামখানভালিয়ায়।

রবিবার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টিপাত এখনও কমেনি। গ্রামীণ এলাকার নিচু জায়গাগুলিতে জল জমে গিয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দ্বারকা ও তার পার্শ্ববর্তী এলাকায় অতিরিক্ত বৃষ্টিপাতের জেরে ইন্টারনেট পরিষেবা ব্যাহত হয়েছে। কার্যত বন্ধ হয়ে গিয়েছে ইন্টারনেট পরিষেবা। রাজ্যের আবহাওয়া দফতরের আধিকারিক রাকেশ কুমার জানিয়েছেন যে কচ্ছ উপকূলে নিম্নচাপের জেরে আগামী পাঁচ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে।হাওয়ার গতিবেগ ১৫ থেকে ২০ কিলোমিটার থাকবে। মধ্যপ্রদেশ, ওডিশা, উত্তরপ্রদেশে জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

অন্যদিকে, মহারাষ্ট্র এবং কচ্ছ উপকূলের জন্য লাল সর্তকতা জারি করা হয়েছে।গুজরাটের অতিগুরুত্বপূর্ণ শহর আহমেদাবাদে বৃষ্টিপাতের ফলে এসজি হাইওয়ে, বপল, সরখেজ, জীব রাজ পার্ক সহ বিভিন্ন এলাকায় যানজট তৈরি হয়েছে।