চড়িলামে প্রকাশ্যে যুবককে হত্যার চেষ্টা, ছুরিকাঘাত

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৫ জুলাই৷৷ প্রকাশ্যো দিবালোকে ছুরি দিয়ে আঘাত করে খুন করার চেষ্টা করে অজিৎ দাস নামে এক নেশাগ্রস্ত যুবক৷ ঘটনা বিশালগড় থানাধীন চড়িলাম হাবাজিয়ামুড়া নেতাজি কলোনি এলাকায়৷ঘটনার বিবরণে জানা যায় তাপস দেব বাড়ি দক্ষিণ ব্রজপুর এলাকায় শুক্রবার মাশির বাড়ি চড়িলাম নেতাজী কলোনি এলাকায় আসে এবং কিছুক্ষণ সময় কাটার পর বাড়ির উদ্দেশ্যে রওনা হলে হঠাৎ মদমত্ত অবস্থায় থাকা অজিত দাস পেশায় গাড়ি চালক তাপস দেবকে এই এলাকায় কেন এসেছে বলে তার উপর চড়াও হয়ে পরে৷


তখন তাপস দেব মাশির বাড়িতে এসেছে বলে জানিয়েছেন৷ কিন্তু অজিৎ দাস একসময় তার নিজ পকেট থেকে ছুড়ি বের করে তাপস দেবের পেটে, পিঠে, আঘাত করে খুন করার চেষ্টা করে৷ ছুড়ির আঘাতে তাপস দেব মাটিতে লুটিয়ে পড়ে কিন্তু তাতেও অজিৎ দাসের রাগ শেষ হয়নি, তাপস দেবের মাশি অননা সাহা এবং ছেলে বিশ্বজিৎ সাহা তাপস দেবকে বাচাতে গেলে তাদেরকেও ছুড়ি দিয়ে আঘাত করে আহত করেছে৷ ঘটনাস্থলে প্রত্যক্ষ ভাবে দাড়িয়ে থাকা সানীয় কয়েকজন আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্ত্যব্যরত চিকিৎসক রোগীদের অবস্থা আশংকা জনক হওয়াতে তাদেরকে হাঁপানিয়া হাসপাতালে রেফার করে৷

উক্ত বিষয়ে আহতদের পরিবার বিশালগড় থানায় একটা লিখিত অভিযোগ করেন কিন্তু সবচেয়ে উল্লেখ যোগ্য বিষয় পুলিশ আসামিকে আটক করার উদ্দেশ্য রওনা দিলে আসামি স্বইচ্ছায় থানায় এসে হাজির হয়৷এখন দেখার বিষয় প্রকাশ্যে দিবালোকে এইভাবে ছুড়ি দিয়ে আঘাতের ঘটনা কিন্তু বিশালগড়ে প্রতিনিয়তই চলছে৷কোন সময় দেখা যাচ্ছে আসামীকে আটক করতে পারছেনা পুলিশ কিন্তু এই কেইসে আসামী কিন্তু নিজে এসে ধরা দিয়েছে৷ তাহলে কি আহত তাপস দেব তার উপর হামলার সুস্ঠ বিচার পাবে বিশালগড় থানা থেকে তা নিয়ে প্রশ্ণ বিভিন্ন মহলে৷