স্টাইপেন্ড না পেয়ে জিবিতে মেডিক্যাল সুপারের অফিসে তালা ঝুলিয়ে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ স্টাইপেন্ড পেতে বিলম্বের জেরে জিবি হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা বুধবার বিক্ষোভ প্রদর্শন করেছেন৷ তাঁরা আজ জিবি হাসপাতালের মেডিক্যাল সুপারের অফিসের গেটে তালা ঝুলিয়ে দেন এবং কর্মবিরতি শুরু করেন৷ দীর্ঘক্ষণ তালাবন্দি থাকার পর মেডিক্যাল সুপার ডা. দেবাশিস রায় তাঁদের আশ্বাস দেন, দুয়েক দিনের মধ্যেই সমস্ত ইন্টার্ন চিকিৎসকদের বকেয়া স্টাইপেন্ড মিটিয়ে দেওয়া হবে৷ ওই আশ্বাসের ভিত্তিতে বিক্ষুব্ধ চিকিৎসকরা আন্দোলন থেকে সরে আসেন এবং মেডিক্যাল সুপারের অফিসে তালা খুলে দিয়ে তাঁরা কাজে যোগ দেন৷



জনৈক ইন্টার্ন চিকিৎসক বলেন, ৯০ দিনে আমরা একবার স্টাইপেন্ড পেয়েছি৷ অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের স্টাইপেন্ড কম৷ তাও, দুই মাস ধরে সেই টাকাও দেওয়া হচ্ছে না৷ তাঁর কথায়, ইতিপূর্বে একাধিকবার মেডিক্যাল সুপারের অফিসে যোগাযোগ করেছি৷ এমনকি, মেডিক্যাল সুপারকেও বিষয়টি জানিয়েছি৷ কিন্তু, কোনও সুরাহা হচ্ছে না দেখে আজ আমরা আন্দোলনে নেমেছি৷ তিনি বলেন, আজ আমরা কর্মবিরতি পালন করেছি এবং বিক্ষোভের অঙ্গ হিসেবে মেডিক্যাল সুপারের অফিসের গেটে তালা ঝুলিয়ে দিয়েছি৷



অপর এক ইন্টার্ন চিকিৎসক বলেন, করোনা-র প্রকোপের মাঝেও আমরা চিকিৎসক হিসেবে সমস্ত দায়িত্ব পালন করছি৷ রোগীর সেবা এমন-কি করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় নিয়োজিত রয়েছি৷ অথচ, দুই মাস ধরে আমাদের স্টাইপেন্ড দেওয়া হচ্ছে৷ তাঁর দাবি, অন্যান্য রাজ্যে ত্রিপুরা থেকে বেশি টাকা স্টাইপেন্ড দেওয়া হচ্ছে৷ কিন্তু, আমরা প্রতি মাসে ১৮ হাজার টাকা স্টাইপেন্ড পাচ্ছি৷



এদিন ইন্টার্ন চিকিৎসকরা স্টাইপেন্ডের অর্থরাশি বৃদ্ধির দাবি জানিয়েছেন৷ আজ প্রায় ৭৫ জন ইন্টার্ন চিকিৎসকদের দীর্ঘসময় আন্দোলনের জেরে জিবি হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ মেডিক্যাল সুপার অফিসে কর্মরত করণিকরাও তালাবন্দির কারণে আতঙ্কিত হয়ে পড়েন৷



পরিস্থিতি মোকাবিলায় মেডিক্যাল সুপার ডা. দেবাশিস রায় হস্তক্ষেপ করেন৷ তিনি ইন্টার্ন চিকিৎসকদের স্টাইপেন্ড না পাওয়ার জন্য গাফিলতি হয়েছে মেনে নেন৷ তবে, সমস্যা তার নজরে আসার সাথে সাথেই তিনি ব্যবস্থা নিয়েছেন বলে দাবি করেন৷ তিনি চিকিৎসক-দের বুঝানোর চেষ্টা করেন, স্টাইপেন্ড পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে৷ নিয়ম মেনে ওই কাজে দুয়েক দিন সময় লাগবে৷ তিনি আশ্বাস দেন, যাবতীয় সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে৷ ইন্টার্ন চিকিৎসকরাও তাদের স্টাইপেন্ড পেয়ে যাবেন৷



এ-বিষয়ে জিবি মেডিক্যল সুপার জানিয়েছেন, সময় মতো স্টাইপেন্ড না পেয়ে ইন্টার্ন চিকিৎসক-রা আজ বিক্ষোভ দেখিয়েছিলেন৷