BRAKING NEWS

অসমে আজ বিভিন্ন হাসপাতাল থেকে ছুটি মোট ২০৬ জনের, সুস্থের সংখ্যা ২৪১১, সক্রিয় রোগী ১৮৯৭ জন

গুয়াহাটি, ১৬ জুন (হি.স.) : সন্ধে ৫.৫০ মিনিটে টুইট করে স্বাস্থ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা আনন্দের সঙ্গে জানিয়েছিলেন, আজ এখন পর্যন্ত ১৮৮ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর পর রাত ৭.২৫ মিনিটে ফের টুইট আপডেটে আরও ১৮ জনের পর পর নেগেটিভ রেজাল্ট আসায় তাঁদের বিভিন্ন হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।

আজ সর্বশেষ যে ১৮ জনকে ছুটি দেওয়া হয়েছে তারা হাইলাকান্দি জেলা হাসপাতালের ৮, এমসিএইচ পুরুয়ার ৭, মহেন্দ্র মোহন চৌধুরী হাসপাতাল থেকে ২ এবং বগরিবাড়ি মডেল হাসপাতালের একজন।

এদিকে মঙ্গলবার যে দশজনের শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে এর পর আর কোনও নয়া তথ্য প্রকাশ করেননি স্বাস্থ্যমন্ত্রী। অসমে করোনা সংক্রমিতের সংখ্যা আজ ওই দশজনকে নিয়ে বেড়ে হয়েছে ৪৩১৯ জন। আজ বেলা ১.৪০ মিনিটে টুইট আপডেটে স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানিয়েছিলেন, নতুন আরও দশজনের শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। তাঁরা ধেমাজির ৩, ওদালগুড়ির ৩, শোণিতপুরের ২, নগাঁওয়ের এক এবং হোজাই জেলার একজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *