রত্না গোপ হত্যায় স্বামীর শাস্তির দাবীতে মহিলা কমিশনে ডেপুটেশন স্থানীয়দের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ মধ্যবয়সী মহিলা রত্না গোপের হত্যাকান্ডে অভিযুক্ত স্বামী মানিক গোপের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হল এলাকাবাসী৷ এই দাবি নিয়ে মঙ্গলবার ডেপুটেশন প্রদান করা হয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামীর কাছে৷


উল্লেখ্য, গত ১লা জুন বিকেলে রাজধানী সংলগ্ণ ডুকলি সুকলের পাশে নিজ বাড়িতে নৃশংসভাবে খুন হন রত্না গোপ৷ খুনের খবর পেয়ে এসডিপিও অনির্বাণ দাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছিল এই খুনের পেছনে রয়েছে মৃতার স্বামী মানিক গোপ৷ কিন্তু ঘটনার পরই সে পালিয়ে যায়৷ পরবর্তী সময়ে চারদিনের মাথায় সে ধর্মনগরে পুলিশের হাতে গ্রেপ্তার হয়৷ এরপর অভিযুক্তকে নিয়ে আসা হয় আমতলি থানার হেফাজতে৷


বর্তমানে অভিযুক্ত ব্যক্তি আদালতের নির্দেশে জেলহাজতে রয়েছে৷ এই পরিস্থিতিতে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়ে মহিলা কমিশনের দ্বারস্থ হল স্থানীয় জনসাধারণ৷ চেয়ারপার্সন এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *