BRAKING NEWS

ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷ ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ আগরতলায় এউপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতৃবৃন্দ৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ তথা সিট্যু নেতা শংকর প্রসাদ দত্ত৷

প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কংগ্রেস ও টিইউজে এস জোট সরকারের আমলে অত্যাচারিত হয়ে অটো শ্রমিকরা সংঘবদ্ধ হয়েছিলেন৷ ১৯৯৩ সালে অটো শ্রমিকদের সংগঠন আরও শক্তিশালী হয়৷ অটো শ্রমিকরা তাদের নিজস্ব দাবি দাওয়া আদায়ে সক্রিয় হয়ে উঠেন৷ স্বাভাবিক কারণেই অটো শ্রমিকদের প্রতিষ্ঠা দিবসের গুরুত্ব অপরীসীম বলে উল্লেখ করেন প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *