নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷ আগরতলা-কলকাতা রুটে বিমান পরিষেবা স্থগিত করতে চলেছে এয়ার এশিয়া৷ করোনা পরিস্থিতিতে যাত্রী অপ্রতুলতার জন্যই সম্ভবত এই সিদ্ধান্ত নিচ্ছে বিমান সংস্থাটি৷ আগামী ৭ জুন থেকে আগরতলা-কলকাতা রুটে টিকিট বুকিং বন্ধ করা হয়েছে৷
বিমানবন্দর সূত্রের খবর, আগামী ৬ জুন পর্যন্ত এয়ার এশিয়া-র বিমান আগরতলা-কলকাতা রুটে যাতায়াত করবে৷ ৭ জুন থেকে তারা পরিষেবা স্থগিত রাখবে৷ সূত্রটির আরও খবর, আজ (বৃহস্পতিবার) আগরতলায় ৯০ জন যাত্রী নিয়ে এয়ার এশিয়া-র বিমান কলকাতা থেকে এসেছে৷ তেমনি, আগরতলা থেকে মাত্র ৩০ জন যাত্রী নিয়ে বিমান কলকাতার উদ্দেশে রওয়ানা দিয়েছে৷ স্বাভাবিক ভাবেই ক্ষতির সম্মুখিন হয়ে পরিষেবা স্থগিত রাখার জন্য অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে৷
সূত্রের দাবি, ইন্ডিগো বিমান সংস্থাও সংখ্যা কমিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছে৷ তেমনি, এয়ার ইন্ডিয়া সপ্তাহে ছয়দিনের বদলে সাপ্তাহিক পরিষেবার চিন্তাভাবনা শুরু করেছে৷ এক্ষেত্রেও পরিচালন ব্যয় বহন করে ক্ষতির মুখ দেখতে হচ্ছে বিমান সংস্থাকে, এমনটাই দাবি সূত্রের৷ অবশ্য করোনা-র প্রকোপে এই হাল হয়েছে, তা অস্বীকার করার কোনও সুযোগ নেই৷ এই পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে, তা কেউ অনুমান করতে পারছে না৷ তাতে সবচেয়ে চিন্তিত বিমান সংস্থায় কর্মরত কর্মীরা৷ কারণ, পরিষেবা অনিশ্চিত হয়ে গেলে তাঁদের চাকরিতে কোপ পড়তে পারে, সেই আশঙ্কায় ভুগছেন অনেকেই৷